কবিতাঃ স্বপ্ন ভাঙার সুর
আরিয়ান আহমেদ রাসেল
রংয়ের এ দুনিয়াতে
আমি বড্ড বেরঙিন
সুন্দর হয় সবার জীবন
আমার বেলায় মলিন।
কালচে দেহে লালচে স্বপ্ন
পায় নি কভু পূর্ণতা
দুঃখ যেন পরজীবী হয়ে
করছে সদা আমার মনে বাস
ঠিক যেন স্বর্ণলতা।
তীরে এসে তরী ডুবে
পেয়েও হারাই কুল
জীবনোচ্ছ্বাস যাচ্ছে থেমে
হচ্ছে সবই ভুল।
স্বপ্ন গুলো ভেঙে যায়
আপন কর্ম দোষে
সব হারিয়ে উল্টো স্রোতে
নিঃস্ব হলাম শেষে।
রাঁতের কালিতে নিজ অবয়ব
ঢাকার বৃথা চেষ্টা তবু
হয়তো পাবো সুখের দেখা
আশা ছাড়িব না কভু।
০ Comments