নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...
এটা মনে হয় ছড়া, এত ছোট কবিতা হয় না। বড় বড় কবিতা চাই
মায় – মা-ই
বলিতো -বলত (যেহেতু চলিত ভাষায় লিখেছেন)
লেখার উন্নতি কামনা করি।
ছোট বেলার কথা মনে পড়লো।
সকাল বেলা আরবি পড়ার জন্য মা খুব ডাকতো।ঘুমিয়ে থাকলে বলতো কেউ ঘুমিয়ে নেই।তুই এখনো ঘুমাস।
তারপর স্কুলে ও মাঝে মধ্যে যেতে চাইতাম না।
মা জোর করে পাঠিয়ে দিতো।
কবিতাটা ছোট হয়ে গিয়েছে।
যেহেতু প্রতিযোগিতা চলছে আরও ভালো কবিতা আশা রাখি।
শুভ কামনা।
এটাকে কবিতা বলা যায় না, তবে ছড়া হিসেবে দারুণ। এগুলো আমাদের বাল্যকালের স্মৃতি মনে করিয়ে দেয়। সকালে ঘুম থেকে ওঠা দারুণ কষ্টের ব্যাপার ছিল। মনে হত সকাল হয়ই নি, আরেকটু ঘুমাই। কিন্তু আম্মু ঠিকই ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাত। লেখায় আরো যত্নশীল হবেন।
ভাঙ্গাত- ভাঙাত।
মায়- মা-ই।
বলিতো- বলত।
বসাই তো- বসা তো।
পড়িলে- পড়লে।
কবিতায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষিত হয়েছে। পরবর্তীতে লক্ষ্য রাখবেন। শুভ কামনা।
অসাধারণ…. শুভকামনা
এটাকে তো কবিতা বলা যায় না। তবে ছড়া বললে ভালো হয়। আর চলিত আর আঞ্চলিক ভাষা মিশ্রণ করার কারণে পড়ে তেমন তৃপ্তি পেলাম না। যাইহোক ভুল ধরে দিয়েছে তাই আর বলছি না।
খুব একটা মনে ধরেনি।কবিতাটা আরেকটু বড় হওয়া উচিৎ ছিলো।আশা করি পরেরবার আরো উন্নত মানের লেখা পাব।তবুও ভালো লেগেছে।
মা একজন সন্তানের জীবনে কিরকম ভূমিকা পালন করে তা এতোটুকু বাক্যে শেষ করা যাবেনা।
এক কথায় বলতে গেলে সন্তানের জীবন গঠনে মূখ্য ভূমিকা পালন করে মা।
মা কিভাবে প্রতিনিয়ত ভালোবাসা,স্নেহে আমাদের আগলে রাখে তা অন্য কেউ করতে পারবে না।
কয়েকটি ভুল,
বলিতো___ বলতো/বলত
এত বেলা___ এতবেলা
বসাই তো___ বসাতো।
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা ভালো ছিলো। বাট শুরুতেই শেষ হয়ে গেল যেন।
.
মায়ের কথা মনে পড়ে গেল। মা তো একটা অমূল্য সম্পদ। যার মা নেই সেই বুঝে মা না থাকার যন্ত্রনা। সব মা’ই ভালো থাকুক।
.
ভালোই শুরু করেছিলেন। বাট শুরুতেই শেষ।
শুভ কামনা।