‘সবুজ ঘাসে শিশির হাসে’
সবুজ- সতেজতা ও স্ফূর্তির প্রতীক।
এই সবুজের অবিরাম ছড়াছড়ি ছড়াকার আনিস আরমানের ‘ সবুজ ঘাসে শিশির হাসে’ শিরোনামের ছড়ার বইয়ের পরতে পরতে। নদীর কূলে, দিঘির পাড়ে, ফড়িংছানায়, সারি সারি গাছপালাতে, মায়ের শাড়ির আঁচলে কিম্বা জাতীয় পতাকার সবুজ দেখে ছড়াকার পাগলপ্রায়। এমনকি ‘ইলশেগুঁড়ি’ কে তিনি তাঁর সবুজ গাঁয়ে খেলার নিমন্ত্রণ জানিয়েছেন।
‘সবুজ ঘাসে শিশির হাসে’ একটি শিশুতোষ ছড়ার বই। এতে রয়েছে অনেক মানবিক ছড়া যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক। এ বই থেকে শিশুরা পাবে হিংসা- বিদ্বেষ ভুলে থাকার এবং মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার শিক্ষা। নির্ভীক ও সাহসী হয়ে ওঠার প্রেরণাও রয়েছে বইয়ের ভেতর।
,
বই: সবুজ ঘাসে শিশির হাসে
প্রকাশনী: আওয়ার ক্যানভাস পাবলিকেশন
ছড়াকার: আনিস আরমান
ধরণ: শিশুতোষ ছড়া
প্রচ্ছদ : সাজিদুল ইসলাম
মূল্য : ৮০টাকা
প্রিঅর্ডারে পাচ্ছেন ২৫% ছাড়ে মাত্র ৬০টাকায় ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত।
অর্ডার করতে কল করুন 01783027911
অমর একুশে বইমেলা-২০১৯ -এ বইটা পাবেন
বাংলার প্রকাশন, স্টল নং-৪২৮
ক্যানভাসের গল্প
ভূমিকা: ছোটবেলা থেকেই বই পড়ার প্রচুর শখ আমার। কিন্তু আম্মুর জন্য সেরকমভাবে বই পড়তে পারি না। সব ধরনের বই পড়া যাবে না, আম্মুর কড়া নিষেধাজ্ঞা । তাই অধিকাংশ গল্পের বই লুকিয়ে লুকিয়ে পড়তে হয়। বেশ কয়েকদিন যাবত "ক্যানভাসের গল্প" বইটির প্রিভিউ পড়তে পড়তে অধীর আগ্রহ নিয়ে...
০ Comments