লেখক ~ মোহাম্মদ বখতিয়ার গালিব বিজয়
সবাই দেখছে পিচডালা রাস্তায় টগবগে রক্ত!
আমি দেখছি জাগ্রত ইতিহাস!
সবাই দেখছে জিগাতলায় ধর্ষন!
আমি দেখছি গায়ের উপর পড়ছে বাঁশ!
দেখছে সবাই দুচোখ উপড়ে দেয়া!
স্তুপ জমছে একের পর এক রক্তাক্ত লাশ!
আততায়ীর শরীরে আমার ভাইয়ের রক্ত!
আততায়ীর শরীরে আমারই ঘামের গন্ধ!
আমি বাংলাদেশ!
নির্লজ্জদের দ্বারা লজ্জিত হতে হতেই শেষ।
আমি বায়ান্ন একাত্তরের গর্বে ছিলাম বেশ;
আমি আঠারোর কিশোরীর মাথাভরা কাজল কেশ।
এক টুকরো কাফনের টুকরো হবে,
মুড়িয়ে দেব আমার ধর্ষিতা কিশোরী বোনকে।
এক টুকরো নিঃস্বার্থ জায়গা হবে,
শুইয়ে দিবো রক্তাক্ত আমার কিশোর ভাইটাকে।
একটা তাজা বুলেট হবে,
ফুটো করে দিবো আততায়ীর বুক,
করে দিবো অন্যায়ের শেষ!
বাতাসে উড়িয়ে দেব বারুদের ছাই;
তাতেই লিখে দিবো আমি রক্তাক্ত বাংলাদেশ!
সত্যিই বলেছেন, আজ যদি বাংলাদেশের মুখের বুলি থাকত, তবে এই কথাগুলোই বলত!????
পিচডালা -পিচঢালা
প্রথমের লাইনগুলোর শেষে “!” চিহ্ন কেন দিয়েছেন বুঝিনি।
শুভ কামনা।
(অফটপিক-বাই দ্যা ওয়ে, বাকি সব ঠিক খবর হলেও জিগাতলার ধর্ষন আর খুনের ব্যাপার টা কিন্তু গুজবই ছিল :))
পিচডালা -পিচ ঢালা
দুচোখ -দু’চোখ
প্রথমের কয়েকটি লাইনের শেষে “!” কেন দিয়েছেন বুঝিনি।
শুভ কামনা।
(অফটপিক -সব সত্য হলেও জিগাতলার খুন আর ধর্ষন এর ব্যাপারটা কিন্তু গুজবই ছিল) 🙂
মোটামুটি ভালো লাগল
ভালো লাগলো।
বর্তমান পরিস্হিতি নিয়ে লেখা।
রক্তাক্ত বাংলাদেশ আরও অনেক দেখতে হবে।
বায়ান্নর আন্দোলনই শেষ আন্দোলন নয়।
এভাবেই মানুষের রক্তে রঞ্জিত হবে। শুিশুর জীবন যাবে।
পিচডালা-*পিচঢালা
বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করছেন বেশি।
শুভ কামনা রইলো।
কবিতাটা মন ছুঁয়ে গেছে। ভীষণ ভালো লেগেছে। এভাবে যদি সবাই রুখে দাঁড়াত আমাদের দেশ আজ এমন হত না। অকারণে প্রাণ হারাত না কিছু কোমলমতী শিশু। কবিতায় কিছু শব্দে ভুল আছে।
পিচডালা- পিচঢালা।
দুচোখ- দু’চোখ।
ছন্দ পেলাম না পড়ে, শুভকামনা
পড়ে অনেক ভালোই লেগেছে, তবে বানানে কিছু ভুল ছিল সেটা বলে দিয়েছে তাই আর বলছি না। শুভ কামনা রইল
দারুণ
দেশকে ভালোবেসে আমরা এদেশ স্বাধীন করেছি।আমাদের দেশ স্বাধীন, রক্তাক্ত বাংলাদেশ।
কত লাশ,কত রক্তে এদেশ স্বাধীন।কতো সংগ্রাম,কতো অসহনীয় নির্যাতনের পর এদেশ স্বাধীন।
আমাদের এক বাংলাদেশ।আমরা সত্যি সংগ্রামী জাতি।
দু’টো ভুল,
পিচডালা___ পিচঢালা
ধর্ষন___ ধর্ষণ
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা সুন্দর।
লেখনীও বেশ ভালো।
.
কবির ভাষায় বলতে হয়,
আর কত রক্ত ঝরবে,
আর কত জীবন যাবে।
সত্যি তো, কবে এ রক্তাক্ত বাংলা পরিষ্কার হবে? কবে শান্তি ফিরবে।
.
সবমিলে ভালো লেগেছে।
শুভ কামনা।