র‌‌ইবে না কেউ
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,975 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লিখাঃ Nusrat Jahan Eisha

রাজা প্রজা খান বাহাদুর, বাঁচবে না তো কেউ..
রইবে না তো এই পৃথিবী, রইবে না আর কেউ।।
পাহাড়-পর্বত গাছগাছালি এক নিমিষেই শেষ
নিঃস্ব হবে এই পৃথিবী, নিঃস্ব সবিশেষ..
এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে না কেউ,
পূণ্য ছাড়া যাওয়ার মতো নেই তো আর কেউ..
ছাড়তে হবে জমিদারি, ছাড়তে হবে সব..
খালি হাতে যেতে হবে, রেখে পৃথিবীর সব..
সারা জীবন করলে তুমি নিজে হুকুমদারী,
এখন তোমায় দিতে হবে ঐ দেশেতে পাড়ি..
সারাজীবন কি করেছো, হিসাব দিতে হবে।
এখন থেকে সতর্ক হও, নইলে বিফলে যাবে..
ভালো পথে চলো তুমি, আল্লাহ হবেন খুশি,
নবীজীর (স.) উম্মত হবে তুমি, হবে জান্নাতবাসী।।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

২ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    খুবই সুন্দর লিখেছেন আপু। অনেক ভালো লেগেছে পড়ে। আসলেই আমরা মৃত্যুর পর কারো রাজা বাদশা, নবাব গরীব ফকির কোনো পরিচয়ই থাকবে না। সবাই হব ওপাড়ে যাওয়ার যাত্রী। কবরে শুয়ে ক্ষমতার দাপট আর দারিদ্রের অজুহাত কিছুই কাজে আসবে না তখন। তখিন শুধু আমাদেরকে সাহায্য করবে আমাদের আমল। তাই দুনিয়াতে থাকতেই আমল সংগ্রহ করে নেয়া উচিৎ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।
    বানানে কোনো ভুল পেলাম না। ছন্দমিলগুলোও বেশ ভালো ছিল। অনেক শুভ কামনা রইল।

    Reply
  2. Naeemul Islam Gulzar

    সত্যিই আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।তখন দুনিয়ার পরিচয়ে কোন লাভ হবে না।যদি না ভালো পথে চলি এবং নেক আমল করি।কবিতাটি বেশ ভালো লেগেছে। শুভকামনা নিরন্তর

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *