লিখাঃ Nusrat Jahan Eisha
রাজা প্রজা খান বাহাদুর, বাঁচবে না তো কেউ..
রইবে না তো এই পৃথিবী, রইবে না আর কেউ।।
পাহাড়-পর্বত গাছগাছালি এক নিমিষেই শেষ
নিঃস্ব হবে এই পৃথিবী, নিঃস্ব সবিশেষ..
এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে না কেউ,
পূণ্য ছাড়া যাওয়ার মতো নেই তো আর কেউ..
ছাড়তে হবে জমিদারি, ছাড়তে হবে সব..
খালি হাতে যেতে হবে, রেখে পৃথিবীর সব..
সারা জীবন করলে তুমি নিজে হুকুমদারী,
এখন তোমায় দিতে হবে ঐ দেশেতে পাড়ি..
সারাজীবন কি করেছো, হিসাব দিতে হবে।
এখন থেকে সতর্ক হও, নইলে বিফলে যাবে..
ভালো পথে চলো তুমি, আল্লাহ হবেন খুশি,
নবীজীর (স.) উম্মত হবে তুমি, হবে জান্নাতবাসী।।


খুবই সুন্দর লিখেছেন আপু। অনেক ভালো লেগেছে পড়ে। আসলেই আমরা মৃত্যুর পর কারো রাজা বাদশা, নবাব গরীব ফকির কোনো পরিচয়ই থাকবে না। সবাই হব ওপাড়ে যাওয়ার যাত্রী। কবরে শুয়ে ক্ষমতার দাপট আর দারিদ্রের অজুহাত কিছুই কাজে আসবে না তখন। তখিন শুধু আমাদেরকে সাহায্য করবে আমাদের আমল। তাই দুনিয়াতে থাকতেই আমল সংগ্রহ করে নেয়া উচিৎ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।
বানানে কোনো ভুল পেলাম না। ছন্দমিলগুলোও বেশ ভালো ছিল। অনেক শুভ কামনা রইল।
সত্যিই আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।তখন দুনিয়ার পরিচয়ে কোন লাভ হবে না।যদি না ভালো পথে চলি এবং নেক আমল করি।কবিতাটি বেশ ভালো লেগেছে। শুভকামনা নিরন্তর