অপেক্ষা
প্রকাশিত: অগাস্ট ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,491 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখিকা- তাসনিম ইসলাম

অতঃপর কোনো এক সকালে
ঘুম ভাঙার পর একরাশ বিষন্নতা আমার সঙ্গ দেবে।
যখন তুমি থাকবেনা
তোমার ছোঁয়া, তোমার কথা, তোমার হাসি,
আমি ব্যাকুল হয়ে খুঁজবো।
এখানে, ওখানে
তোমার প্রিয় বারান্দায় কিংবা প্রিয় ডায়েরিতে।
দিন যাবে, মাস যাবে
তুমিহীন কয়েকবছর কেটে যাবে!
তুমি আসবে, সে আশায় পথ চেয়ে থাকা আমাকে দেখে কেউ কেউ হাসবে।
পাগল!
হ্যা, তুমি আসবে এই বিশ্বাস নিয়ে বেচে থাকা পাগল বলবে আমাকে,
কেউ জানবেনা, কেউ বুঝবেনা
ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হঠাৎ তোমার হারিয়ে যাওয়ার কষ্ট,
কেউ জিজ্ঞেস করবেনা কিসের অপেক্ষায় আছি আমি।
অপেক্ষা!
সেতো সহস্রবছর করতেও রাজী,
যতদিন এ দেহে প্রান থাকবে
কিংবা যখন দেহহীন হয়ে যাবো আমি।
তোমার প্রিয় বারান্দায় নাহয় আবার বসবো দুজন,
হাতে হাত রেখে, তোমার কাঁধে মাথা রেখে
কেউ দেখবেনা, কেউ জানবেনা
সবাই জানবে আমি মৃত,
কেউ বুঝবেনা, আমি সুখী।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. Halima tus sadia

    ভালো লিখছেন।
    কারও জন্য অপেক্ষা করাটা সত্যিই অনেক কষ্টের।অপেক্ষার প্রহর কাটতেই চায় না।অপেক্ষা শুদ্ধতম ভালোবাসার একটি অংশ।
    যদিও কারও জন্য অপেক্ষা করার পরেও সে না বুঝে তাহলে তার মতো কষ্ট আর জীবনে নেই।
    আজকাল ভালোবাসার মানুষের জন্য কয়জনে অপেক্ষা করতে পারে।সবাই পারে না।
    পারলেতে ভালোই হতো।তবুও কিছু মানুষ অপেক্ষায় বেঁচে থাকে।তাদের প্রত্যাশা একদিন আসবেই।
    বানানে তেমন ভুল নেই।
    বিষন্নতা–বিষণ্নতা
    বেচে–বেঁচে
    শুভ কামনা রইলো।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    আসলেই অপেক্ষা অনেক কষ্টের আর ধৈর্যের। অপেক্ষা করতে করতে মানুষ ভালো কিছুর আশায় বসে থাকে। কেউ কেউ অনন্তকাল কাটাতে চায় শুধু তার প্রিয় মানুষটির একটু সঙ্গ পাবার আশায়। খুব সুন্দর কবিতা। তবে “যতদিন প্রান থাকবে এ দেহে, কিংবা দেহহীন হয়ে যাব আমি।” এখানে সম্ভবত দেহহীন হবে না,প্রাণহীন হবে।

    Reply
  3. Rabbi Hasan

    খুব সুন্দর লিখেছেন। তবে বানানের দিকে খেয়াল রাখবেন। আশা করি অনেক দূর এগিয়ে যাবেন। শুভ কামনা

    Reply
  4. Mahbub Alom

    ভালোবাসার এ এক অবিশ্বাস্য ক্ষমতা।প্রিয় মানুষটিকে হারিয়ে তার স্মৃতি আর ফিরে আসার জন্য সহস্রছর অপেক্ষা করা।

    কবিতায় কিছু ভুল আছে।
    তবুও খুব ভালো হয়েছে।

    ধন্যবাদ

    Reply
  5. Nahid Islam Rony

    ভালোই লিখছেন।
    তবে ” একরাশ বিষন্নতা আমার সঙ্গ দেবে।” আমার মনে হয় ” একরাশ বিষন্নতা আমায় সঙ্গ দেবে।”
    থাকবেনা =থাকবে না
    বেচে=বেঁচে
    প্রান=প্রাণ

    Reply
  6. Rahim Miah

    হ্যা-হ্যাঁ
    বিষন্নতা-বিষণ্ণতা
    বেচে-বেঁচে
    রাজী-রাজি
    তবে কবিতাটা পড়ে বেশ ভালোই লেগেছে। কবির কাছে আমার প্রশ্ন, আচ্ছা যে অপেক্ষা করে তার প্রিয় মানুষটার জন্য সে কি কখনো পাই কি তাকে আজীবন?

    Reply
  7. Sajjad alam

    কয়েকটি ভুল,
    বিষন্ন___ বিষণ্ণ
    থাকবেনা___ থাকবে না
    হ্যা___ হ্যাঁ
    বেচে___ বেঁচে
    জানবেনা___ জানবে না
    বুঝবেনা___ বুঝবে না
    সেতো___ সে তো
    প্রান___ প্রাণ
    .
    নামকরণটা যথাযথ।
    কনসেপ্টটা সুন্দর ছিলো।
    লেখনীর মধ্যে সাবলীলতা অাছে।
    .
    সবমিলে ভালো লেগেছে।
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *