লেখা:- ফাহমিদা স্বর্ণা।
জীবনটা বড়ই কঠিন,
কেউ দেয় না কোন তথ্য সঠিক।
সবাই ছুটে স্বার্থের টানে,
কেউ কারো দিকে তাকাই না মনের টানে।
দিন দিন মানুষ যাচ্ছে অপকর্মের দিকে,
সামনে গেলে পড়তে হচ্ছে নানা বিপদের মুখে।
সবাই মিলে করেছিল দেশের জন্য যুদ্ধ,
আজ লেগে আছে মানুষে মানুষে দ্বন্দ্ব,
নিরপরাধ মানুষ গুলা হচ্ছে অকারণেই জব্দ।
ছোট্ট মেয়েটি আজ নয় কারো আদরের কন্যা,
সমাজে বেড়ে চলছে ধর্ষণের বন্যা।
কার কত জমি হবে তার করছে বরাদ্দ,
মৃত্যুর পর ওই সাড়ে তিন হাতেই থাকবে আবদ্ধ।
সম্পত্তির লোভে ভাই ভাইকে করছে খুন,
সম্পর্ক গুলা এক নিমিষে হচ্ছে গুম।
টাকা এমন যাদু জানে,
মানুষ পুতুল ও হয় টাকার টানে।
টাকা টাকা করে মানুষ পার করছে জীবন,
মৃত্যুর পর কী হবে তা একবার ও করছে না স্মরণ।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
বাস্তবতার ছবি তুলে ধরেছেন
অনেক ধন্যবাদ
দারুণ বাস্তববাদী একটি কবিতা। পড়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। আসলেই আমাদের সমাজ এখন টাকার উপর চলছে। যতখন টাকা থাকে ততক্ষণ মূল্য থাকে। মানুষ ধর্ষণ, খুন, সন্ত্রাসী, রাহাজানিতে লিপ্ত হচ্ছে। কিন্তু কেউই ভেবে দেখছে না পরকালে এর পরিণাম কি হবে! কবি তার কবিতায় বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
বানানে কোন ভুল নেই।তবে ছন্দমিলের প্রতি আরেকটু যত্নশীল হবেন। শুভ কামনা রইল।
ধন্যবাদ সবাইকে
লোভ-লালসা সমাজে পাপ এনে দিচ্ছে অবিরত।
এমন সমাজ কি আমরা চেয়েছিলাম?
যেখানে হাজার অপকর্মে লিপ্ত মানুষরূপী পশুরা!
ভাবা উচিৎ সকলের, “দুনিয়ার জীবন ক্ষনিকের।”
কবিতা অসাধারণ লেগেছে। বাস্তবতা তুলে ধরেছেন।
শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য।
দুনিয়া কিয়ামতগামী হয়ে আসছে।আজ কাল নিজের বাপ ভাইয়ের কাছেও মেয়েরা নিরাপত্তা হারাচ্ছে।এখন রেহাই পায় না ১০ বছরের বাচ্চা গুলাও।।।।বাস্তবতা তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ
বাস্তব কথা গুলা সুন্দর করে কবিতার মাধ্যমে ফু়ঁটে তুলছেন। অসাধারণ ঽয়েছে কবিতা টা।
অনেক ধন্যবাদ
খুবই সুন্দর
Dhonnobad
মূলভাব দারুণ!
তবে,কথাগুলো আরও শিহরণ জাগানো উচিত ছিলো।
কবিতার প্রধান আকর্ষন ”ছন্দ”,যার জন্য প্রয়োজন শব্দ নির্বাচনে দক্ষতা।
কবিতা হিসেবে কিছু কমতি ছিলো,তবে থিমটা অসাধারণ!
শুভকামনা রইল????
অসাধারণ একটি কবিতা।পাঠিকা পড়ে মুগ্ধ।
বর্তমান পরিস্থিতি নিয়ে লেখা।কবিতায় অন্যায়,ধর্ষণের কথা ফুটে উঠেছে।সমাজটাই যেনো টাকার উপর বেঁচে অাছে।এমন এক যাদু টাকাতেই রয়েছে,টাকার জন্য একে আরেকজন মারতে কুন্ঠাবোধ করে না।
সবাই শুধু ধনী হওয়ার চিন্তা করে।
আর সমাজে ধর্ষণও বেড়ে চলছে।নেই কোন নিরাপত্তা।
নির্ভুল কবিতা।এগিয়ে যান।লেখার হাত ভালো।
শুভ কামনা রইলো।