তালহান কাব্য
–
ওঠো ওঠো ফজর হলো
নামাজ পড় ভাই
রোজ-হাশরে নামাজ ছাড়া
কোন উপায় নাই।
–
নামাজ মোদের দূরে রাখে
বেহায়াপনা থেকে
নামাজ বিহীন জীবনটা যে
চলে এঁকেবেঁকে।
–
নামাজ দিয়ে শুরু করো
নিত্য সকাল বেলা
ফজর শেষে কোরআন পড়
করো না তো হেলা।
–
যোহর আসর মাগরিব পড়
যথা সময় মত
নামাজ ছাড়া আর থেকো না
অন্য কাজে রত।
–
এশা হলে পড় নামাজ
জামায়াতের সাথে
আরো পড় নফল নামাজ
নিত্য গভীর রাতে।
–
নামাজ শেষে দোয়া করো
আপন আপন মনে
আল্লাহ্ তুমি সুস্থ্য রাখো
জীবন প্রতিক্ষণে।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
খুব সুন্দর একটি ইসলামিক কবিতা। সব কাজের আগে আমাদের উচিৎ নামাজ আদায় করা, তারপর কোরান তিলাওয়াত করা। একমাত্র এর মাধ্যমেই আমরা আল্লাহর সংস্পর্শে থাকতে পারি। আল্লাহ আমাদের এতো নিয়ামত দিয়েছেন আর আমরা কিনা কাজের জন্য তার কাছে শুকরিয়া জানাতে, তার ইবাদাত করতে ভুলে যাই! আল্লাহ আমাদের ক্ষমা করুক। এই কবিতাটি থেকে অনেকেই নামাজ পড়ার প্রতি আরো আগ্রহী হবে। প্রত্যেককেই এভাবে নামাজের প্রতি আহ্বান জানানো উচিৎ।
ছন্দে ছন্দে মিল রেখে খুব সুন্দর করে কবিতাটি সাজিয়েছেন। বানানেও কোন ভুল পেলাম না। শুভ কামনা রইল।
সুস্থ্য- সুস্থ।
খুব সুন্দর একটি ছন্দ ছড়া। ভালো লাগলো। মত-মতো, সুস্থ্য-সুস্থ।শুভ কামনা রইলো
খুব সুন্দর একটি ছন্দ ছড়া। ভালো লাগলো। মত-মতো, সুস্থ্য-সুস্থ।শুভ কামনা রইলো।
বাহ্!
মুগ্ধতা রেখে গেলাম কবি।
কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
যারা সঠিক আকিদায় নামাজ পড়েছে তারাই নাজাত পাবে।
আমরা অনেক ছোট-খাট কাজে নামাজের সময় ব্যয় করে ফেলি।
মৃত্যুর ভয় সকলের আছে।
আর মৃত্যুর পর সুখে থাকতে হলে সঠিক সময়ে নামাজ আদায় করা উচিৎ।
আল্লাহ্, আমাদের সকলকে নামাজ আদায় করার তাওফিক দান করুন।
– আমিন
শুভেচ্ছা এবং শুভ কামনা রইল কবির জন্য।
ইসলাম অনুসারে জীবন গড়ার তৌফিক দান করুক আল্লাহ সবাই কে।শয়তানের মায়া থেকে আল্লাহ সবাই কে হেফাজত করুন।সুন্দর কবিতা।
খুব সুন্দর লেখাটি। আমাদের পরিবারের সবাই পড়লাম। আর মুগ্ধ হলাম। কবির নামটাও যেন স্নিগ্ধময়। শুভ কামনা
অনেক সুন্দর একটি ইসলামিক কবিতা।
চমৎকারভাবে নামাজ সম্পর্কে বর্ণনা করেছেন।
শব্দচয়নও বেশ ভালো।পড়ে মুগ্ধ হলাম।
আমরা মুসলমান জাতি হয়ে নামাজকে ভুলে যাই।
আমাদের উচিৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা,কুরআন তিলাওয়াত করা।কিন্তু আমরা তা করি না।
মহান আল্লাহ সবকিছুর মালিক।তিনি যখন যা ইচ্ছা আমাদের দিতে পারেন।তিনিই সুস্থ রাখার মালিক।আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার সুযোগ দান করুক।
শুভ কামনা রইলো।
মুগ্ধ!
কতো সুন্দর করে কবি ছন্দে ছন্দে নামাজের দাওয়াত দিলেন!
এইরকম একটা হেদায়াতী কবিতা উপহার দিলেন আমাদের , দোয়া করি আপনার লেখনী যেন সাদকায়ে জারিয়াহ হিসেবে কবুল করা হয়।
শুভকামনা রইলো।