–মোঃ মতিিউর রহমান।
মৃদঙ্গ, মৃদঙ্গ
বাজিছে মৃদঙ্গ।
নাচিছে বিহঙ্গ
সুবলা সবলা
সুশ্রী অঙ্গ।
ত্রিতাল দাদরা
কাহারবা সঙ্গ
করিছে রঙ্গ।
পবনে গগনে
আহা আনন্দ।
মৃদঙ্গ, মৃদঙ্গ
বাজিছে মৃদঙ্গ।
নাচিছে বিহঙ্গ
সুবলা সবলা
সুশ্রী অঙ্গ।
কর্ণের দুল
দোলে বকুল
নাকে নথ
বনপথ খালি পদে
নুপুরের ছন্দ।
মতিিউর রহমান – লেখকের নামে হ্রস ই কার একটি বেশি হয়ে গেছে
আহা আনন্দ। – (“!” চিহ্ন বসবে শেষে)
আরও দীর্ঘায়িত করলে ভালো হতো।
সাবলীল লেখনী।
শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ।
ভুল দুই বাব চাপ পড়ে হ্রস্ব ই কার দুইটা হয়ে
গেছে। পরবর্তীতে খেয়াল রাখব। যাতে ভুল না হয়।
ছড়া হিসেবেই বেশ মানান সই!
শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই।
এটা কি হলো! লেখকের নামেই ভুল। মতিউর হবে।
খুবই সুন্দর একটি ছড়া। ছন্দের তালে তালে পড়তে বেশ ভালো লাগছিল।
শুভ কামনা রইল।
ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি ছড়া।পড়ে ভালো লাগলো।
লেখকের জন্য শুভ কামনা।
লেখকের নামটাই ভুল হইছে।
ছন্দের তালে তালে পড়লাম।
বেশ ভালো লাগলো ।
একে কবিতা না বলে, ছড়া বলাই উত্তম হবে।
লেখকের নামেই ভূল,মোটেও কাঙ্খিত ছিলো না।
পরের বার খেয়াল রাখবেন।
চর্চা চালিয়ে যান।।শুভকামনা।।