গল্প লেখকঃ
Tamanna Akter Sathi
(এপ্রিল – ২০১৮)
……………………
আমরা ২ বোন। মিতা আর রিতা। আমরা ছিলাম জমজ। তবে আমার জন্ম কেন যেন মনে হয় শুধু কস্ট পাওয়ার জন্য হয়েছিল। আবার মাঝেমধ্যে নিজেকে ধন্য মনে হয় কারণ পৃথিবীতে সামান্য কিছু সময় আগে আসার কারণে আমি রিতার চেয়ে বয়সে বড়। অথচ আমাদের যখন জন্ম হয় তখন সবাই বলে মা নাকি রিতা কে আগে কোলে নিয়েছিল কিন্তু পৃথিবীতে এসেছি আমি আগে। আমাদের ২ জন দেখতে একই রকমের তাই আমাদেরকে সহজে কেউ আলাদা করতে পারত না।
মা ও আমাদের চিনতে ভুল করত। মা যখন ছোটবেলা আমাকে খাওয়ানোর সময় ভুল করে রিতাকে আমার খাবার খাওয়াত। পেটে খিদা থাকা সত্তেও কাঁদতাম না। বাবা আমাকে নাকি একটু বেশি ভালবাসে কিন্তু বাবাও আমাকে মাঝে মাঝে চিনতে পারেনা। আমার জন্য হাট থেকে কিছু আনলে রিতা তা নিয়ে যেত আমি কিছু বলতাম না। ভাবতাম আমারই ত বোন। ও কোন অন্যায় করলে বাবা মা মাঝে মাঝে আমাকে রিতা ভেবে শাসন করত। ওর জন্য আমাকে অনেক মারও খেতে হয়েছে কিন্তু কোনদিন মুখ ফুটে বলিনি আমি রিতা নই আমি মিতা। আমার কত যে শখ আল্লাদ রিতা উপভোগ করত। কতদিন কতবার আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি তার ইয়াত্তা নেই। তবে এইটা ভেবে আনন্দ পাই যে আমি আমার প্রতিচ্ছবি রিতাকে দিয়ে দেখি ।
০ Comments