মিতা আর রিতা
প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮
লেখকঃ vickycherry05

 2,657 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05
গল্প লেখকঃ
Tamanna Akter Sathi
(এপ্রিল – ২০১৮)
……………………
আমরা ২ বোন। মিতা আর রিতা। আমরা ছিলাম জমজ। তবে আমার জন্ম কেন যেন মনে হয় শুধু কস্ট পাওয়ার জন্য হয়েছিল। আবার মাঝেমধ্যে নিজেকে ধন্য মনে হয় কারণ  পৃথিবীতে সামান্য কিছু সময় আগে আসার কারণে আমি রিতার চেয়ে বয়সে বড়। অথচ আমাদের যখন জন্ম হয় তখন সবাই বলে মা নাকি রিতা কে আগে কোলে নিয়েছিল কিন্তু পৃথিবীতে এসেছি আমি আগে। আমাদের ২ জন দেখতে একই রকমের তাই আমাদেরকে সহজে কেউ আলাদা করতে পারত না।
মা ও আমাদের চিনতে ভুল করত। মা যখন ছোটবেলা আমাকে খাওয়ানোর সময় ভুল করে রিতাকে আমার খাবার  খাওয়াত। পেটে খিদা থাকা সত্তেও কাঁদতাম না। বাবা আমাকে নাকি একটু বেশি ভালবাসে কিন্তু বাবাও আমাকে মাঝে মাঝে চিনতে পারেনা। আমার জন্য হাট থেকে কিছু আনলে রিতা তা নিয়ে যেত আমি কিছু বলতাম না। ভাবতাম আমারই ত বোন। ও কোন অন্যায় করলে বাবা মা মাঝে মাঝে আমাকে রিতা ভেবে শাসন করত। ওর জন্য আমাকে অনেক মারও খেতে হয়েছে কিন্তু কোনদিন মুখ ফুটে বলিনি আমি রিতা নই আমি মিতা। আমার কত যে শখ আল্লাদ রিতা উপভোগ করত। কতদিন কতবার আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি তার ইয়াত্তা নেই। তবে এইটা ভেবে আনন্দ পাই যে আমি আমার প্রতিচ্ছবি রিতাকে দিয়ে দেখি ।

সম্পর্কিত পোস্ট

শয়তানকে পরাজিত করুন –

শয়তানকে পরাজিত করুন –

কোন এক দাওয়াতে এক ভাবী গল্প করছিলেন যে, এক মহিলা যখন তার Husband রাগ হয় তখন তিনি আয়াতুল কুরসি পড়েন আর তার স্বামী বিড়াল হয়ে যান । তখন আর এক ভাবী বললেন," ভাবী - আয়াতুল কুরসি পড়লে উনার স্বামী বিড়াল হন না বরং ঐ মহিলার সাথের শয়তানটা পালিয়ে যায়” । ভাবীদের এই...

একজন মানুষের গল্প

একজন মানুষের গল্প

দুই টাকার আইসক্রিম, বই সামনে নিয়ে চিৎকার করে পড়া, কলম দিয়ে এক অক্ষর বারবার লিখে হাত ব্যাথা সহ্য করতে করতেই ছোটবেলা কাটিয়ে দেওয়া। একটু বড় হওয়ার পর ছন্নছাড়া হয়ে যাওয়া। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া কোনো এক বট তলা। যেখানে বসে আড্ডা দিত কয়েকজন স্কুল পালানো...

অস্ফুট কান্না

অস্ফুট কান্না

লেখা: মোহসিনা বেগম , প্রচণ্ড শীত পড়েছে আজ। চারদিক কুয়াশা যেন চাদর বিছিয়ে রেখেছে। সকাল এগারোটা বেজে গেছে এখনও সূর্যের দেখা নেই। ছুটিতে কয়েকটা দিন গ্রামে থেকে আনন্দ করব কিন্তু প্রচণ্ড শীতে জমে যাচ্ছি। লেপের নীচ থেকে বের হতেই ইচ্ছে করছে না। ওদিকে মা কতক্ষণ ধরে ডেকেই...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *