শামীমা আক্তার শানু
…
শিশুকালে নবীর ঘরে
মা ফাতেমা আলো হয়ে,
জ্বলতো সারা দিবা-রাত্রি
খাদিজা মায়ের কোল জুড়ে।
.
খেলার ছলে পরস্পরে
করতো যদি আঘাত,
মা ফাতেমা আদর করে,
দিতেন তার সমাধান ।
.
অন্যায়ের প্রতি মা ফাতেমার
প্রতিবাদ ছিল ক্রুদ্ধ শ্বাসে,
জেগে উঠতেন সচল হয়ে
অন্যায়ের সত্যতা যাচাইয়ে।
.
আদি থেকে সকল নারী
মা ফাতেমার হয় না জুড়ি,
পর্দার আড়ালে তিনি গড়েছেন
হাসান-হোসাইন কে সোনার খনি।
.
রূপে,গুণে,বুদ্ধিমত্তায়
তিনি করেছেন ইসলামের গান,
আল্লাহর রাসূলের আদরের মেয়ে
সর্ব জায়গায় গুণ তাঁর ।
.
আলীর সংসারে,সুখের সাগরে,
অভাব-অনটন সবকিছু সয়ে,
দ্বীনের পথে চলেছেন তিনি
বুকে ইসলামের ভালোবাসা নিয়ে ।
.
এত ভালোবাসা,এত সম্মান,
ইসলাম করেছে ফাতেমার গান,
জান্নাতি সর্দারানী হবেন জেনেও
ছিলেন তিনি নিরহংকার।
.
স্নেহ,মায়া,মমতায় পূর্ণ
মা ফাতেমার দেহ খানি,
স্বজন প্রীতির ভালোবাসায়
সিক্ত তাঁর চক্ষু মণি।
.
ধৈর্য শক্তির প্রমাণ পাই
মা ফাতেমার জীবননামায়,
কষ্ট বুকে হাসি মুখ রেখে,
চলতে শিখি মা ফাতেমার ছোঁয়ায়।
.
ধন্য নবী,ধন্য আলী
মা ফাতেমার জন্য সবই,
ধন্য ধরণী,ধন্য রমণী
মা ফাতেমা আলোর খনি ।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
পুরো কবিতাটার মধ্যেই ছিল ভালো লাগার আবেশ! তাঁর সত্যিই কোনও তুলনা হয় না। কবি তার কবিতার মাঝে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে স্বল্পকথায় বর্ণনা করে গেছেন মা ফাতেমার জীবনকাহিনী, তাঁর গুণাবলী। ভালো লাগলো বেশ। তবে কবিতার ছন্দমিল স্পষ্ট হলো না আমার কাছে।
কবিকে অনেক অনেক শুভ কামনা রইল।
বাহ!!
খুব সুন্দর একটি কবিতা।
অনেক ভালো লাগলো পড়ে।
রাসূলের মেয়ে ফাতেমার গুনগান করা হলো।
নিরহংকার একজন মানুষ ছিলেন।
মায়ায় পরিপূর্ণ একজন নারী।
বুকে ইসলামের ভালোবাসা নিয়ে দ্বীনের পথে
চলতেন।
শুভ কামনা আপনার জন্য।
বানানেও কোনো ভুল নেই।
সত্যতা-সততা
সর্দারানী-সর্দারাণী
পাই-পায়
বাহ্ চমৎকার লিখেছেন। কবিতার মাঝে আমাদের প্রিয় নবীর মেয়ে মা ফাতেমার জীবন কাহিনী আর তাঁর গুনগান ফুটে উঠেছে। পড়েও অনেক অনেক ভালো লেগেছে। তবে অন্ত্যমিল ঠিক রাখলে আরো ভালো হতো। যাইহোক অনেক অনেক শুভ কামনা রইল।