লেখকঃ Sajid Hasan Anil
নামাযে যেতে একটু দেরি হয়ে গেল। কারণ মসজিদের মাইকটা সম্ভবত নষ্ট। রাস্তায় দেখলাম লম্বা লাইন। ইকামত শেষ।স্যান্ডেলটা হাতে নিতে না নিতেই সিঁড়ির সামনে দাঁড়ানো মুসল্লিরা নিয়ত বেঁধে ফেলল। জায়নামাজ টাও আনা হয়নি। পুরো লাইন জু্ঁড়ে সবাই মোটামুটি চাপাচাপি করে দাঁড়িয়েছে। পর্যাপ্ত ফাঁক-ফোকর নেই বললেই চলে।
নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। পাশে এলাকার এক বড় ভাইও দাঁড়িয়ে।
হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধ লোক এসে বলল, ‘আংকেল নেও’। বলেই একখানা টকটকে লাল জায়নামাজ বাড়িয়ে দিলেন। হাতে থাকা কালো জায়নামাজটা বিছিয়ে নিজেও নামাযে দাঁড়িয়ে পড়লেন।
এলাকার পরিচিত ভাইটিকে ডেকে দুজনে দ্রুত দাঁড়িয়ে পরলাম নামাযে। নামায শেষে বৃদ্ধ লোকটার সাথে কয়েক মিনিট কথা বলে বুঝতে পারলাম লোকটা যথেষ্ট চিন্তাশীল। নামাযে কোনো জুম্মায় দেড়ি হয়ে গেলে তিনি দুই-তিনটা জায়নামায নিয়ে আসেন। ব্যপারটা জানতে পেরে একটু ভালো বোধ হলো ।।।
কিছু ভালবাসা না চাইতেই কুঁড়িয়ে পাওয়া যায় ব্যস্ত শহরের পথেঘাটে। আর কিছু ভালোবাসা দৌঁড়ে পালায় জীবনের সাথে প্রতিযোগিতা করতে…
০ Comments