লাল জায়নামাজ
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৭
লেখকঃ vickycherry05

 3,163 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

লেখকঃ Sajid Hasan Anil

 

নামাযে যেতে একটু দেরি হয়ে গেল। কারণ মসজিদের মাইকটা সম্ভবত নষ্ট। রাস্তায় দেখলাম লম্বা লাইন। ইকামত শেষ।স্যান্ডেলটা হাতে নিতে না নিতেই সিঁড়ির সামনে দাঁড়ানো মুসল্লিরা নিয়ত বেঁধে ফেলল। জায়নামাজ টাও আনা হয়নি। পুরো লাইন জু্ঁড়ে সবাই মোটামুটি চাপাচাপি করে দাঁড়িয়েছে। পর্যাপ্ত ফাঁক-ফোকর নেই বললেই চলে।

নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড। পাশে এলাকার এক বড় ভাইও দাঁড়িয়ে।
হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধ লোক এসে বলল, ‘আংকেল নেও’। বলেই একখানা টকটকে লাল জায়নামাজ বাড়িয়ে দিলেন। হাতে থাকা কালো জায়নামাজটা বিছিয়ে নিজেও নামাযে দাঁড়িয়ে পড়লেন।

এলাকার পরিচিত ভাইটিকে ডেকে দুজনে দ্রুত দাঁড়িয়ে পরলাম নামাযে। নামায শেষে বৃদ্ধ লোকটার সাথে কয়েক মিনিট কথা বলে বুঝতে পারলাম লোকটা যথেষ্ট চিন্তাশীল। নামাযে কোনো জুম্মায় দেড়ি হয়ে গেলে তিনি দুই-তিনটা জায়নামায নিয়ে আসেন। ব্যপারটা জানতে পেরে একটু ভালো বোধ হলো ।।।

কিছু ভালবাসা না চাইতেই কুঁড়িয়ে পাওয়া যায় ব্যস্ত শহরের পথেঘাটে। আর কিছু ভালোবাসা দৌঁড়ে পালায় জীবনের সাথে প্রতিযোগিতা করতে…????????????

সম্পর্কিত পোস্ট

শয়তানকে পরাজিত করুন –

শয়তানকে পরাজিত করুন –

কোন এক দাওয়াতে এক ভাবী গল্প করছিলেন যে, এক মহিলা যখন তার Husband রাগ হয় তখন তিনি আয়াতুল কুরসি পড়েন আর তার স্বামী বিড়াল হয়ে যান । তখন আর এক ভাবী বললেন," ভাবী - আয়াতুল কুরসি পড়লে উনার স্বামী বিড়াল হন না বরং ঐ মহিলার সাথের শয়তানটা পালিয়ে যায়” । ভাবীদের এই...

একজন মানুষের গল্প

একজন মানুষের গল্প

দুই টাকার আইসক্রিম, বই সামনে নিয়ে চিৎকার করে পড়া, কলম দিয়ে এক অক্ষর বারবার লিখে হাত ব্যাথা সহ্য করতে করতেই ছোটবেলা কাটিয়ে দেওয়া। একটু বড় হওয়ার পর ছন্নছাড়া হয়ে যাওয়া। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া কোনো এক বট তলা। যেখানে বসে আড্ডা দিত কয়েকজন স্কুল পালানো...

অস্ফুট কান্না

অস্ফুট কান্না

লেখা: মোহসিনা বেগম , প্রচণ্ড শীত পড়েছে আজ। চারদিক কুয়াশা যেন চাদর বিছিয়ে রেখেছে। সকাল এগারোটা বেজে গেছে এখনও সূর্যের দেখা নেই। ছুটিতে কয়েকটা দিন গ্রামে থেকে আনন্দ করব কিন্তু প্রচণ্ড শীতে জমে যাচ্ছি। লেপের নীচ থেকে বের হতেই ইচ্ছে করছে না। ওদিকে মা কতক্ষণ ধরে ডেকেই...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *