নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...
: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...
খুবই সুন্দর একটি কবিতা। ছন্দের মিলও অসাধারণ। কবিতার নামকরণ ও সুন্দর। যারা লেখক, তারা তাদের অজস্র লেখা দিয়ে আমাদের উৎসাহিত করে। তাদের লেখায় আমরা অনুপ্রাণিত হই, জ্ঞান-বিজ্ঞানের সন্ধান পাই। তারা অনেক কিছু লিখেই করতে পারেন সত্যের পথে যুদ্ধ। কিছু টাইপিং মিস্টেক হয়েছে।
নাতো- না’তো।
এরো- এরও।
দু দিনের- দু’দিনের।
মাটিরে- মাটিতে।
কবিতা লেখায় বেশ দক্ষ আপনি। সত্যি বলেছেন,আমরা অস্ত্র হাতে যুদ্ধ করতে না পারলেও কলম দিয়ে যুদ্ধ করব
লেখার কিছু জায়গায় টাইপিং মিসটেক আছে। আগের কমেন্টে ইতি আপু তা ধরিয়ে দিয়েছেন।আশা করি আরো ভালো হবে
বানান ভুল গুলো আপু দেখিয়ে দিয়েছে আমি শুধু বিরাম চিহ্নের ব্যাপারে বলব।কোথাও কমা দেননি।প্রথম লাইনের পর কমা হইত। ভাল হয়েছে। সতত্যা ফুটে উঠেছে। শুভ কামনা।
সত্যতা*
ভালো লাগলো কবিতাটি।
কাপুরুষ হলে কখনো মানবতার জয় হবে না।সবকিছুকে উপেক্ষা করেই সামনে আগাতে হয়।
মানুষের মাঝে কোন ভেদাভেদ নাই।রক্তে মাংশে গড়া মানুষ। তবুও পৃথিবীতে এতো বৈষম্য। এ বৈষম্য কখনো দূর হবে না।ধনী আর গরীবদের মাঝে ভেদাভেদ থাকবেই।
এরো–এই দু’দিনের
মাটিরে—মাটিতে
শেষের লাইনটা ভালো লেগেছে।
শুভ কামনা।
বাস্তব , শুভকামনা
বাহ্ পড়ে অনেক ভালোই লেগেছে। আর ভুল ধরিয়ে দিয়েছে তাই আর বলছি না। তবে কবিতাটা পড়ে মনে লেগে গেছে
বাহ্,চমৎকার।
অনেক সুন্দর একটি কবিতা।
আমাদের দেশে এরকম আরো কলম যোদ্ধা প্রয়োজন।যারা সত্যকে নিয়ে আজীবন যুদ্ধ করেন।যারা আলোর দিশারি হয়ে আসেন আমাদের জীবনে।
লাইনটি হৃদয় ছুঁয়ে গেলো,
তুমি যেমন আমিও তেমন
কারো মাঝে নেই ভেদাভেদ,
তবে কেনো ধনী গরিব বলে
করো মানুষে মানুষে বিচ্ছেদ।
দুটো ভুল,
কেনো___ কেন
অাজো___ অাজও
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা সুন্দর।
লেখনীও বেশ ভালো।
.
মেসেজটাও পরিষ্কার ছিলো।
সবমিলে ভালো লেগেছে।
শুভ কামনা।