কবির নামঃহাবিব মোহাম্মদ
১.
মানবজন্ম নিয়ে আপনার প্রচন্ড ক্ষোভ।
মানুষ আজ ‘মানুষ’ নামের কলঙ্ক।যে
যাকে পায় তাকেই মেরে লুটেপুটে খায়।
যার আছে যতো সে চায় ততো,গরীবের
ভাত মেরে দিয়ে আরো ধনী থেকে ধনীতর
হয়ে যাচ্ছে।পথে ঘাটে মার খেয়ে মরে পড়ে
আছে ছোটোলোক,ভ্রুক্ষেপ করছেনা কেউ।
এ নিয়ে আপনার ক্ষোভ,মানবজন্মটাই
আজন্ম পাপ আপনার এই বোধ।আপনি
‘জন্ম চেইঞ্জ সমুদ্র’ নামক রূপকথার সমুদ্রে
ডুব দিয়ে ‘শুশুক’ হয়ে ভেসে উঠলেন।
২.
হঠাৎ সমুদ্র চলমান জাহাজের এক
নাবিকের পোষা কুকুর টুপ করে পড়ে
গেলো অথৈ জলে।আপনি দেখেছেন
একটা হাঙর তেড়ে আসছে তার দিকে।
তাই দেখে আপনি কুকুরটাকে মাথায়
করে বয়ে এনে জাহাজে তুলে দিলেন।
আপনি তৃপ্তির ঢেকুর তুলে ভাবলেন
মানুষ থেকে যা পারেননি ‘শুশুক’ হয়ে সে
অসীম মানবতার কাজ করে ফেললেন।
ইতিমধ্যে চারপাশ থেকে ভেসে এলো
অসংখ্য ছোট মাছ আর আপনি হা করে
গিলে ফেললেন গোটা কতক।আপনার
মনে নেই ছোটোমাছ কিংবা
ছোটোলোকের জীবন,জীবন তো জীবনই!
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
প্রচন্ড – প্রচণ্ড
বাস্তবতা লুকায়িত।
সুন্দর ছিল।
তবে কবিতার মতো উপস্থাপন করার চেষ্টা করবেন।
ছন্দ দিয়ে সাজাবেন।
শুভ কামনা রইল।
কবিতা বটে, তবে পড়ে কবিতার কোন স্বাদই পেকাম না।মনে হচ্ছিল কিছু কথা সাজিয়ে দেয়া হয়েছে। ছন্দমিল নেই। গদ্যকবিতা হলেও কবিতা মনে হচ্ছে না। কবিতার থিম অত্যন্ত সুন্দর। আশা করছি আপনার থেকে আমরা আরো ভাল কিছু উপহার পাব।
শুভ কামনা রইল।
আপনার লেখার হাত ভালো। তবে কবিতা কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। বেশি করে কবিতা পড়লে এই দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। নিজের সুপ্ত প্রতিভাটি ছড়িয়ে দিবেন সবার মাঝে।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
সুন্দর কবিতা।
মানব জন্ম নিয়েতো ক্ষোভ থাকবেই।কারণ মানুষ নামের কিছু খারাপ নরপশু আছে সেজন্য।
যেমন ইচ্ছে তেমন লুটেপিটে খায়।
আরো বেশি বেশি কবিতা পড়বেন লিখবেন।প্রতিভা আছে বটে।এগিয়ে যান।
শুভ কামনা রইলো।
ভাবানুবাদ দারুণ, তবে সুন্দর করে উপস্থাপন করা হয়নি।
আবৃত্তি করে যেন মজা পেলাম না।
শব্দচয়ন ও ভালো হয়নি।
আরও বেশী চর্চা প্রয়োজন।
শুভকামনা রইলো।