জন্ম বা জনম
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,351 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

কবির নামঃহাবিব মোহাম্মদ
১.
মানবজন্ম নিয়ে আপনার প্রচন্ড ক্ষোভ।
মানুষ আজ ‘মানুষ’ নামের কলঙ্ক।যে
যাকে পায় তাকেই মেরে লুটেপুটে খায়।
যার আছে যতো সে চায় ততো,গরীবের
ভাত মেরে দিয়ে আরো ধনী থেকে ধনীতর
হয়ে যাচ্ছে।পথে ঘাটে মার খেয়ে মরে পড়ে
আছে ছোটোলোক,ভ্রুক্ষেপ করছেনা কেউ।
এ নিয়ে আপনার ক্ষোভ,মানবজন্মটাই
আজন্ম পাপ আপনার এই বোধ।আপনি
‘জন্ম চেইঞ্জ সমুদ্র’ নামক রূপকথার সমুদ্রে
ডুব দিয়ে ‘শুশুক’ হয়ে ভেসে উঠলেন।
২.
হঠাৎ সমুদ্র চলমান জাহাজের এক
নাবিকের পোষা কুকুর টুপ করে পড়ে
গেলো অথৈ জলে।আপনি দেখেছেন
একটা হাঙর তেড়ে আসছে তার দিকে।
তাই দেখে আপনি কুকুরটাকে মাথায়
করে বয়ে এনে জাহাজে তুলে দিলেন।
আপনি তৃপ্তির ঢেকুর তুলে ভাবলেন
মানুষ থেকে যা পারেননি ‘শুশুক’ হয়ে সে
অসীম মানবতার কাজ করে ফেললেন।
ইতিমধ্যে চারপাশ থেকে ভেসে এলো
অসংখ্য ছোট মাছ আর আপনি হা করে
গিলে ফেললেন গোটা কতক।আপনার
মনে নেই ছোটোমাছ কিংবা
ছোটোলোকের জীবন,জীবন তো জীবনই!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৫ Comments

  1. আখলাকুর রহমান

    প্রচন্ড – প্রচণ্ড

    বাস্তবতা লুকায়িত।
    সুন্দর ছিল।
    তবে কবিতার মতো উপস্থাপন করার চেষ্টা করবেন।
    ছন্দ দিয়ে সাজাবেন।
    শুভ কামনা রইল।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    কবিতা বটে, তবে পড়ে কবিতার কোন স্বাদই পেকাম না।মনে হচ্ছিল কিছু কথা সাজিয়ে দেয়া হয়েছে। ছন্দমিল নেই। গদ্যকবিতা হলেও কবিতা মনে হচ্ছে না। কবিতার থিম অত্যন্ত সুন্দর। আশা করছি আপনার থেকে আমরা আরো ভাল কিছু উপহার পাব।
    শুভ কামনা রইল।

    Reply
  3. আরাফাত তন্ময়

    আপনার লেখার হাত ভালো। তবে কবিতা কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। বেশি করে কবিতা পড়লে এই দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। নিজের সুপ্ত প্রতিভাটি ছড়িয়ে দিবেন সবার মাঝে।
    আগামীর জন্য শুভ কামনা রইলো।

    Reply
  4. Halima tus sadia

    সুন্দর কবিতা।
    মানব জন্ম নিয়েতো ক্ষোভ থাকবেই।কারণ মানুষ নামের কিছু খারাপ নরপশু আছে সেজন্য।
    যেমন ইচ্ছে তেমন লুটেপিটে খায়।

    আরো বেশি বেশি কবিতা পড়বেন লিখবেন।প্রতিভা আছে বটে।এগিয়ে যান।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. মাহফুজা সালওয়া

    ভাবানুবাদ দারুণ, তবে সুন্দর করে উপস্থাপন করা হয়নি।
    আবৃত্তি করে যেন মজা পেলাম না।
    শব্দচয়ন ও ভালো হয়নি।
    আরও বেশী চর্চা প্রয়োজন।
    শুভকামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *