কবিতা:জন্মতে মৃত্যু।
কবি:রাহিম মিয়া।
********জন্মতে মৃত্যু ********
ওরে আয়!!
দেখে যা সমাজের অন্তরলক্ষে
জন্মতে মৃত্যু হয়েছে কত প্রান প্রায়।
কিসের এত নেশা মানব তোদের?
কিসের এত উল্লাস জীবন নিয়ে হায়?
তোদের ভুলে আজও যাচ্ছে হাজার প্রান প্রায়।
কি দোষ করেছিল পেটে থাকা ছোট শিশুটি হায়?
তোদের ভুলের জন্য যে তাদের দিতে হয় প্রান প্রায়।
ধিক্কা জানায় মানব তোদের,
ধিক্কা তোদের পাপ কর্মে,
তোদের উল্লাসের জন্য যে
আমার মাতৃভূমি কলঙ্কিত হয়েছে তাই।
ছিঁড়ে খাচ্ছে কুকুর আহা,
ছিঁড়ে খাচ্ছে ছোট প্রান হায়,
একদিন হিসাব দিতে হবে সবকিছু কর্মের জন্য রে ভাই।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
প্রথম লাইনে একটা “!” চিহ্ন হবে।
প্রান-প্রাণ
ধিক্কা-ধিক্কার
ছিঁড়ে-ছিড়ে
হায় এর পর “!” চিহ্ন বসে।
লেখার উন্নতি কামনা করি।শুভ কামনা। 🙂
প্রান বানান ভুল কিভাবে সেটাই বুঝতাছিনা। কারণ গুগলে সার্চ দিয়ে দেখলাম নিউজে মানে খবর শিরনামে দেখলাম এতজনের এমন জায়গাতে প্রান গিয়েছে, আর প্রাণ সার্চ দিয়েছিলাম প্রাণ দুধ কোম্পানি চৌদ্দঘুষ্টি বের হয়েছে, মানে প্রাণ কোম্পানি মালিক কে এইসব আর কি। আর ধিক্কা মনে হয় না ভুল আছে, কারণ ওটা ধিক্কাই হবে। তবে আপনে যে বললেন ছিঁড়ে বানান ভুল ছিড়ে হবে, সেটা ভুল না সেটাই ছিঁড়েই হবে। ভুল ধরার আগে সঠিকটা জেনে নিবেন দয়া করে। তবে ধন্যবাদ চিহ্নগুলো বলে দেওয়ার জন্য। আসলে এইসব বিষয়ে অভিজ্ঞা কম
প্রান বানান ভুল কিভাবে সেটাই বুঝতাছিনা। কারণ গুগলে সার্চ দিয়ে দেখলাম নিউজে মানে খবর শিরনামে দেখলাম এতজনের এমন জায়গাতে প্রান গিয়েছে, আর প্রাণ সার্চ দিয়েছিলাম প্রাণ দুধ কোম্পানি চৌদ্দঘুষ্টি বের হয়েছে, মানে প্রাণ কোম্পানি মালিক কে এইসব আর কি। আর ধিক্কা মনে হয় না ভুল আছে, কারণ ওটা ধিক্কাই হবে। তবে আপনে যে বললেন ছিঁড়ে বানান ভুল ছিড়ে হবে, সেটা ভুল না সেটাই ছিঁড়েই হবে। ভুল ধরার আগে সঠিকটা জেনে নিবেন দয়া করে। তবে ধন্যবাদ চিহ্নগুলো বলে দেওয়ার জন্য। আসলে এইসব বিষয়ে অভিজ্ঞতা কম
ধিক্কা–ধিক্কার
এই জীবন ক্ষণিকের। আমরা সবাই ভুলে যাই।
আনন্দ উল্লাস করে বেড়াই।পরকালের চিন্তা করি না।
আজকাল মেয়েরা নিজেে উপভোগ করার জন্য রক্তে মাংশে গড়া ছোট শিশুটিকে মেরে ফেলে।দুনিয়াতেও আসতো দেয় না।
যার জন্য পুরো বাংলা লাঞ্জিত।তবুও আমরা অনুতপ্ত হই না।
এর জন্য কঠিন শাস্তি রয়েছে।সেটা বুঝতে চাই না।
ভালো লিখেছেন।
শুভ কামনা রইলো।
ধিক্কা না হয়ে ধিক্কার হবে।
আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
খুব সুন্দর কবিতা। চারদিকে এত সন্ত্রাসী, এত রাহাজানি কিছুই ভালো লাগে না। কত সন্তান যে মায়ের কোল থেকে চলে যাচ্ছে, কত মা তার সন্তানকে হারাচ্ছে, কত স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে তার হিসেব নেই। এসব দ্বন্দ্ব-যুদ্ধ আর ভালো লাগে না। আমরা সুখী দেশ চাই। ভালো লিখেছেন। বানানের প্রতি এবং ছন্দের প্রতি যত্নশীল হবেন।
কবিতার নাম শিরোনামে দিয়েছেন “জন্মে মৃত্যু”। কবিতায় দিয়েছেন জন্মতে মৃত্যু।
প্রান- প্রাণ।
ধিক্কা জানায়- ধিক্কা জানাই।
আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
ভালো লিখেছেন। আরও কিছু লেখা যেত।
আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
হ্যাঁ যেত কিন্তু বড় করতে চাচ্ছিলাম না আর। তবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
একটু বাড়ানো যেতো চরণ, তবে ভালোই লাগলো পড়ে?
শুভকামনা
হ্যাঁ যেত কিন্তু বড় করতে চাচ্ছিলাম না আর। তবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
খুব সুন্দর কবিতা। বেশকিছু বানান ভুল আছে। উপরে দুই আপু ভুলগুলো তুলে ধরেছেন। আমি পুনরায় লিখব না।
আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
লিখাটার বিষয় ভাল কিন্তু আরো ভাল লিখার প্রত্যাশা করি। বেশ কিছু বানান ভুল আছে যা অন্যান্য পাঠক/পাঠিকারা তুলে ধরেছে। 🙂
আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
কয়েকটি ভুল,
প্রান___ প্রাণ
কি___ কী
ধিক্কা___ ধিক্কার
.
নামকরণটা যথার্থ।
কনসেপ্টটা সুন্দর হলেও কেন জানি স্বাদ কম পেলাম।
.
খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালো লেগেছে।
শুভ কামনা রইলো।
বাহ্,চমৎকার।
এক প্রতিবাদী কবিতা।আছে সত্যের ধ্বনি।
সমাজের এই নিষ্ঠুর মানুষের উল্লাসে কতো প্রাণ ঝরে পড়ছে।তাদের এই পাপ কর্মের হিসাব একদিন দিতে হবে।দিতেই হবে,তখন তারা কি জবাব দিবে?
কবির জন্য শুভকামনা রইলো।