জীবনটা তোর বর্গা দে তো
প্রকাশিত: জানুয়ারী ১১, ২০১৯
লেখকঃ augustmault0163

 1,669 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

নাঈমুল ইসলাম গুলজার

তোর আকাশে পূর্ণিমা রাত, হাজার তারার চাষ,
জ্যোৎস্না রাতে আলোর খেলায় মাতে যে আশপাশ।
নেই অভিমান তোর আকাশে, রাগটাও নেই, আর-
তোর আকাশে কেউ করে না মুখখানা তার ভার।
এমন জীবন তোর থাকে তো হোস না রে তুই যেই!
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।
তোর আকাশে হাসির মেলা, মেঘ জমে না মেঘ,
বিজলী এলে তোর আকাশে জমে না উদ্বেগ।
হঠাৎ করেই তোর আকাশে আর পড়ে না বাজ,
নেই কোনো আর তোর আকাশে কান্নারই আওয়াজ।
এমন যদি হয় রে জীবন, দুঃখ কোনো নেই,
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।
তোর আকাশে রয় কী রে ওই মন জুড়ানো সুখ?
আদর-মায়া,ভালোবাসা,প্রেম-প্রণয়ের মুখ?
তোর আকাশে হয় কিরে ওই দিল ধোয়া সেই সব?
বুক জুড়ে সুখ মিশে থাকার গভীর অনুভব?
এমন যদি হয় রে জীবন, হারায় না সে খেই,
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৭ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অসম্ভব সুন্দর! কবিতার ধারা ও শব্দচয়ন এবং উপস্থাপন আমাকে এতোটাই মুগ্ধ করলো যে রীতিমতো আবৃত্তি করতে বাধ্য হয়েছি। বিষয়বস্তু খুবই ভালো লেগেছে।
    কিছু জায়গায় প্রশ্নবোধক চিহ্নটি অনর্থক মনে হয়েছে। কম এর পরবর্তী শব্দের মাঝে স্পেস হবে।
    ধোয়া- ধোঁয়া।
    ছন্দমিল অনেক চমৎকার। অনেক শুভ কামনা প্রিয়।

    Reply
    • Naeemul Islam Gulzar

      শুকরিয়া আপু।কমার পরে আমি স্পেস রেখেছিলাম।আর ধোয়া শব্দটা ঠিক আছে। ওই যে ধোয়া-মোছা বলে না? ওই ধোয়া????

      Reply
  2. Halima tus sadia

    সুন্দর লিখেছেন।
    মনোমুগ্ধকর লেখা।

    লেখনশৈলীও খুব ভালো।

    শুভ কামনা আপনার জন্য।
    লেখার হাত ভালো।
    এগিয়ে যান।

    Reply
    • Naeemul Islam Gulzar

      শুকরিয়া♥

      Reply
  3. Md Rahim Miah

    আশপাশ-আশেপাশ
    বাহ্ বেশ ভালো লিখেছেন বলতে গেলে কবিতা। পড়েও অনেক ভালো লেগেছে। তবে বর্গা শব্দটা জমির কিছুর বুঝায়। এইখানে কবি বর্গা দিয়ে কী বুঝিয়েছে সেটা কবিই বলতে পারবে। আর কবি দেখছি অন্ত্যমিল ঠিক রেখেছে, যদিও ছন্দ তেমন নেই। যাইহোক অনেক শুভ কামনা রইল।

    Reply
    • Naeemul Islam Gulzar

      বর্গা জমি ছাড়াও অন্য কিছুও দেওয়া যায়।আর ভালো করে পড়লে ছন্দ খুঁজে পাবেন আশা করি।শুকরিয়া♥

      Reply
    • Naeemul Islam Gulzar

      আর এখানে বর্গা দেওয়াটা উপমা হিসেবে এসেছে।♥

      Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *