নাঈমুল ইসলাম গুলজার
তোর আকাশে পূর্ণিমা রাত, হাজার তারার চাষ,
জ্যোৎস্না রাতে আলোর খেলায় মাতে যে আশপাশ।
নেই অভিমান তোর আকাশে, রাগটাও নেই, আর-
তোর আকাশে কেউ করে না মুখখানা তার ভার।
এমন জীবন তোর থাকে তো হোস না রে তুই যেই!
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।
তোর আকাশে হাসির মেলা, মেঘ জমে না মেঘ,
বিজলী এলে তোর আকাশে জমে না উদ্বেগ।
হঠাৎ করেই তোর আকাশে আর পড়ে না বাজ,
নেই কোনো আর তোর আকাশে কান্নারই আওয়াজ।
এমন যদি হয় রে জীবন, দুঃখ কোনো নেই,
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।
তোর আকাশে রয় কী রে ওই মন জুড়ানো সুখ?
আদর-মায়া,ভালোবাসা,প্রেম-প্রণয়ের মুখ?
তোর আকাশে হয় কিরে ওই দিল ধোয়া সেই সব?
বুক জুড়ে সুখ মিশে থাকার গভীর অনুভব?
এমন যদি হয় রে জীবন, হারায় না সে খেই,
জীবনটা তোর বর্গা দে তো গল্প লিখে দেই।
অসম্ভব সুন্দর! কবিতার ধারা ও শব্দচয়ন এবং উপস্থাপন আমাকে এতোটাই মুগ্ধ করলো যে রীতিমতো আবৃত্তি করতে বাধ্য হয়েছি। বিষয়বস্তু খুবই ভালো লেগেছে।
কিছু জায়গায় প্রশ্নবোধক চিহ্নটি অনর্থক মনে হয়েছে। কম এর পরবর্তী শব্দের মাঝে স্পেস হবে।
ধোয়া- ধোঁয়া।
ছন্দমিল অনেক চমৎকার। অনেক শুভ কামনা প্রিয়।
শুকরিয়া আপু।কমার পরে আমি স্পেস রেখেছিলাম।আর ধোয়া শব্দটা ঠিক আছে। ওই যে ধোয়া-মোছা বলে না? ওই ধোয়া????
সুন্দর লিখেছেন।
মনোমুগ্ধকর লেখা।
লেখনশৈলীও খুব ভালো।
শুভ কামনা আপনার জন্য।
লেখার হাত ভালো।
এগিয়ে যান।
শুকরিয়া♥
আশপাশ-আশেপাশ
বাহ্ বেশ ভালো লিখেছেন বলতে গেলে কবিতা। পড়েও অনেক ভালো লেগেছে। তবে বর্গা শব্দটা জমির কিছুর বুঝায়। এইখানে কবি বর্গা দিয়ে কী বুঝিয়েছে সেটা কবিই বলতে পারবে। আর কবি দেখছি অন্ত্যমিল ঠিক রেখেছে, যদিও ছন্দ তেমন নেই। যাইহোক অনেক শুভ কামনা রইল।
বর্গা জমি ছাড়াও অন্য কিছুও দেওয়া যায়।আর ভালো করে পড়লে ছন্দ খুঁজে পাবেন আশা করি।শুকরিয়া♥
আর এখানে বর্গা দেওয়াটা উপমা হিসেবে এসেছে।♥