লেখা- সিদ্ধার্থ শঙ্কর
জল-জঙ্গল নীরব মন,
স্তব্ধ অন্তরীপ;
ভেসে আসে কিছু স্মৃতি বর্বর,
আমি অসহায় জীব !
নির্বাক মন হয়ে অচেতন,
শূন্যেই ঘুরপাক
স্মৃতির জাল যে রহস্যময়,
ধোঁয়া ঢাকা দাঁড় কাক ।
প্রশ্ন অনেক, দ্বন্দ্ব হাজার,
দ্বিধায় পদার্পণ,
গোলক ধাঁধায় হয়তো জবাব_
করছে সন্তরণ ।
চিন্তা-স্মৃতি সমানুপাত,
জটিলতার প্রকাশ,
আশার মাঝেই হতাশ হয়ে,
হঠাৎ দীর্ঘশ্বাস !
কিছু স্মৃতি ভেসে আসলে সত্যিই অসহায় মনে হয়।
নির্বাক হয়ে যাই।কথা বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না।স্মৃতির জাল বড় রহস্যময়।
এ রহস্য থেকে বের হওয়া যায় না।
নীরবে কুড়ে কুড়ে খায়।
আশার মাঝেই হতাশ হয়ে হঠাৎ দীর্ঘশ্বাস!
ভালো লাগলো লাইনটা।
শুভ কামনা রইলো।
আসলেই জীবনের এই জটিল সমীকরণ বুঝা অনেক কঠিন। এতো কিছুর মাঝেও হঠাৎ করেই বুক থেকে দীর্ঘশ্বাস আসে। এই জীবনের সমীকরণ কবে যে মিলবে তারই প্রতীক্ষা। ভালো লিখছেন। বানানেও কোন ভুল নেই। শুভ কামনা রইল।
মাথার উপর দিয়ে গেল । ভালো লিখেছেন। শুভ কামনা
as always, আমার কাছে বেস্ট 🙂
শুভ কামনা।
স্মৃতি নীরবে এসে প্রায়ই নাড়া দেয় মনকে।
ভাল লিখেছেন।
‘অন্তরীপ ‘ আর ‘জীব’ দূর্বল অন্ত্যমিল।
শুভ কামনা রইলো।
বেশ ভালো ছিল , পড়ে অনেক অনেক ভালো লেগেছে। তবে কঠিন শব্দ ব্যবহার করার কারণে অনেককিছু না বুঝেই গেল। তবে পড়ে যেটুকু বুঝেছি ভালোই লেগেছে
কবিতায় বানান ভুল চোখে পড়েনি।
.
নামকরণটা তেমন পছন্দ হয়নি। আরেকটু পরিবর্তনের দরকার ছিল বলে মনে করি।
কনসেপ্টটা দারুণ ছিল।
লেখনীও বেশ ভালো।
.
প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু স্মৃতি থাকে। যা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেয়। এমনি কিছু স্মৃতিপট খুব ভালো করেই ফুটিয়ে তুলেছেন।
সবমিলে খুব ভালো লেগেছে।
তবে আরেকটু বড় করলে মন্দ হতো না।
শুভ কামনা রইলো।
অনেক ভালো লেগেছে।
মানুষের বৈশিষ্ট্য এটাই। প্রশ্ন অনেক, দ্বন্দ্ব হাজার,
দ্বিধায় পদার্পণ।
তবুও সব সমস্যার সমাধান আছে।তার জন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
শুভকামনা রইলো।