গুনাহগার
প্রকাশিত: জানুয়ারী ৯, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,930 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা: শাহাদাত আবিন

ভেবেছি যখন নীরবে একাকি বসে,
কী হবে পরকালে!
তখনই ভয়ে শিউরে উঠেছে লোম
কী হিসাব দিবো সময় ফুরালে!
মিথ্যায় ভরা ঠোঁট,
পাপে কলুষিত হৃদয়।
পূণ্য আমার একফোঁটাও নেই,
অর্ধেক জীবন হয়েছে ক্ষয় ।
মনের কথায় পা বাড়িয়েছি,
পাপের পথ করে মসৃন ।
ডাকি তোমার নাম আল্লাহ,
তুমি দয়ালু, তুমি অসীম।
সালাত কাযা বেহিসেবে,
নষ্ট করে বিবেক বুদ্ধি।
ইবলিশ আমায় নিয়েছে কেড়ে,
যুক্তি করে একে ফন্দি।
বুঝে ভুল এখন করি অনুতাপ,
মাথা লুটাই তোমার সিজদায়।
মরার আগেই মরেছি আমি,
মিথ্যা মায়ার এই ধরায়।
যত ছিল পাপ আমার,
তার থেকে পেতে নিস্তার।
আমি অধম গুনাহগার বান্দা,
চাই খোদা তোমার দিদার।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. সুস্মিতা শশী

    কবিতার মাধ্যমে পাপের মার্জনা চাওয়া। শুভ কামনা আপনার জন্য।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    এই কবিতাটি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু এই কবিতার প্রশংসা ভাষায় করা সম্ভব নয়। আমরা এতো গুনাহগার বান্দা, প্রতিনিয়ত কোনো না কোনোভাবে নিজের অজান্তে হলেও গুনাহ করেই যাচ্ছি। আমাদের পাপের হিসাব নিজেরাও দিতে পারব না। অথচ ক’খানা সওয়াবের কাজ করছি তা নিজেরাও বলতে পারি না। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দিক এবং ভালো কাজ করার তাওফিক দান করুক।আমীন।
    মসৃন- মসৃণ।
    শুভ কামনা অজস্র।

    Reply
    • শাহাদাত আবিন

      অসংখ্য ধন্যবাদ ইতি আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন

      Reply
  3. Halima Tus sadia

    বাহ!!
    অনেক সুন্দর একটি কবিতা।

    কবিতায় খুব সুন্দর করে তুলে ধরেছেন কিছু কথা,যা আমাদের মনে ভাবিয়ে তোলে।

    সত্যিই যখন নীরবও একাকী বসে থাকি তখন ভাবি কি হবে পরকালে।
    তাই সময় থাকতে আমাদের ভাবা উচিৎ।

    আমরা এই তরুণ বয়সে অনেক সময় নষ্ট করতেছি,আমাদের উপলদ্ধি করা উচিৎ।
    নামাজ পড়া উচিৎ।

    শুভ কামনা রইলো।

    Reply
    • শাহাদাত আবিন

      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

      Reply
  4. Md Rahim Miah

    মসৃন-মসৃণ
    বাহ্ চমৎকার লিখেছেন কবিতা। বান্দা তার ভুল বুঝতে পেরে অনুতাপ্ত প্রকাশ করেছে আল্লাহ্‌র কাছে। এর থেকে বড় আর কি আছে। কবিতার মাঝে প্রথম লাইনটা মনে হয় এক লাইনে হবে, কিন্তু কমা দিয়ে দুইলাইন বানানো হয়েছে। যাইহোক শুভ কামনা রইল।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *