ফেরি করা ভালোবাসা
প্রকাশিত: অগাস্ট ১২, ২০১৮
লেখকঃ augustmault0163

 2,946 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

লেখা : অনামিকা রিমঝিম

ভালবাসা নাকি বিক্রি হচ্ছে
ফেরি করে পথে পথে,
গিয়েছিলাম আমি তা শুনে ছুটে
কিছু তার কিনে নিতে।
ভাল লেগেছিল দুই-এক খানি
নিয়েছিলাম আমি কিনে,
এই ভেবে যে,
ভালবাসাটা শিখে নেব দিনে দিনে।
কিন্তু যতই চলে গেল দিন
ভাল হলো ভাসা ভাসা,
ভালবাসাটা শেখা হলো না
ভেসে চলে গেল আশা।
সেদিন বুঝেছি ফেরি করে যেটা বেচেছিল,
তা ছিল জঘন্য।
তুমি যদি বলো ভালবাসা তারে,
আমি বলি প্রেমশূণ্য।
এরপরও যদি প্রেমহীন ভাবে
বেসে যাও তুমি ভাল,
ফল অনুরুপ প্রাণহীন গাছে
যদি তুমি জল ঢালো।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

১৭ Comments

  1. Rabbi Hasan

    লেখার হাতটা খুব পাকা। বাস্তব চিত্র তুলে ধরেছেন। আজ ভালোবাসা বিক্রি হচ্ছে পথে পথে। কলুষিত করছে ।

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ আপু। 🙂

      Reply
    • Anamika Rimjhim

      খুবই দুঃখিত ভুল করে আপু বলে ফেলেছি 🙁

      Reply
  2. আফরোজা আক্তার ইতি

    সত্যিই। ভালোবাসা এত সস্তা নয়। যেই ভালোবাসা চাইলেই পাওয়া যায়, একসময় তা মূল্যহীন হয়ে পড়ে। যেই ভালোবাসা কঠোর সাধনার প্র পাওয়া যায়, সেই ভালোবাসা হয় অমূল্য। কবিতাটি অনেক সুন্দর হয়েছে। বানানে তেমন কোন ভুল নেই। “কিন্তু যতই চলে গেল দিন,ভাল হল ভাসা ভাসা” এই চরণের প্রকৃত ভাবার্থ বোধগম্য হল না। আর এখানে কবির নাম নেই!

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ আপু।
      আর ওই লাইনের মানে হচ্ছে , দিন বাড়ার সাথে সাথে ভালবাসা কমে যাওয়া।
      ছন্দের মিল রাখার জন্য ওভাবে লিখেছি।

      Reply
  3. Anamika Rimjhim

    আজকালকার মিথ্যে ভালবাসা নিয়ে কবিতা লিখতে চেষ্টা করেছি। ছেলেমেয়েরা সম্পর্কের জরাচ্ছে খুব সহজেই। কোন কিছুই না ভেবে।যার ফল মরা গাছে জল ঢালার মতই শুধু সময় নষ্ট আর নিজের ক্ষতি।এই ম্যাসেজটাই দেওয়ার চেষ্টা করেছি 🙂

    Reply
  4. Halima tus sadia

    ভালো লিখেছেন।পড়ে ভালো লাগল।
    আমরা একটু বুঝার বয়স হলেই ভালোবাসার পিছনে দৌড়াই। অনেক সময় ব্যয় করি।যার কারণে একময় নিজের ক্ষতি হয়।
    কিন্তু আফসোস প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারি।শুধুই মরিচীকার পিছনে ছুটে বেড়াচ্ছিলাম।
    কিন্তু তখন কিছুই করার থাকে না।জীবনে এক রাশ ব্যর্থতা ও গ্লানি নিয়ে বাঁচতে হয়।ফলাফলের খাতাটা হয় শূণ্য।
    সবকিছু জানার পরেও যখন বেসে যাই ভালো তখন সে ভালোবাসার ফলাফলও প্রাণহীন গাছে জল ঢালার মতো।
    বানানে কোন ভুল নেই।
    শুভ কামনা রইলো।

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ আপু ♥

      Reply
  5. Zinifa Efat

    খুব ভালো লাগলো পড়ে, শুভ কামনা

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ আপু ♥

      Reply
  6. Ayesha Siddiqua

    শব্দগুলো ভালো ও ভালোবাসা হবে। ভাল অর্থ কপাল।
    সুন্দর কবিতা।

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ আপু ♥

      Reply
  7. Rahim Miah

    ভালবাসা-ভালোবাসা (দুইটাই সঠিক তবে ভালোবাসা বেশি ব্যবহার হয়, সেইক্ষেত্রে ভালোবাসা দিলে আরেকটু ভালো হতো।)
    ভাল-ভালো (আর ভালো এটাও ব্যবহার হয় বেশি)
    তবে কবিতাটা পড়ে ভালোই লেগেছে, শুভ কামনা

    Reply
    • Anamika Rimjhim

      ধন্যবাদ 🙂

      Reply
  8. Nahid Islam Rony

    ঠিক বলেছেন এবং ভাল লিখেছেন। আর বানানেও তেমন ভুল চোখে পড়লো না।
    তবে ২/১টা চরণ ভাল করে বোধগম্য হলো না। যেমনঃ
    ‘ফল অনুরুপ প্রাণহীন গাছে’
    ‘ভাল হল ভাসা ভাসা’
    প্রেমশূণ্য=প্রেমশূন্য।
    শুভ কামনা রইলো। 🙂

    Reply
  9. Mahbub Alom

    শেষের লাইনটা ভালো লেগেছে,
    প্রেমহীন গাছে জল ঢালা বৃথা।
    আর ভালোবাসার ফেরি,বেচাকেনা শব্দগুলো কবিতায় নতুনত্ব এনে দিয়েছে।খুবই ভালো লেগেছে।
    শুভকামনা রইলো।

    Reply
  10. Sajjad alam

    এক খানি___ একখানি
    দিনে দিনে___ দিনেদিনে
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা কেমন জানি মনে হলো।
    কনসেপ্টটা যেমনই হোক না কেন একটু ঘষামাজা করলে ভালো হতো।
    কেন জানি একটু এলোমেলো মনে হলো।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *