ছাত্র আন্দোলন
প্রকাশিত: জানুয়ারী ২২, ২০১৯
লেখকঃ আওয়ার ক্যানভাস

আওয়ার ক্যানভাস বই প্রেমীদের মিলন মেলা। লেখকদের লেখা পাঠকের কাছে বই আকারে পৌঁছে দেওয়া, আওয়ার ক্যানভাসের সাথে জড়িতদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করার স্বপ্ন নিয়েই আমাদের পথ চলা।

 2,826 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ আওয়ার ক্যানভাস

:শুভ আহমেদ
.
চলে গেছে কবে বৈশাখ জৈষ্ঠ
তবুও আসেনি বর্ষা,
কোথাও জমেনি কালো মেঘ
আকাশ হয়েছে ফর্সা ।
মাঠে মাঠে মরা ফুল দেখে ভাবি ,
আসবে কবে ফাগুন ?
সূর্যের তেজ দেখে মনে হয়
ঝরছে যেন আগুন ।
শত তাপ-চাপ অগ্রাহ্য করে
তারা পাঠশালা যায়,
বাবা-মায়ের মনে সন্তানদের,
স্বপ্নটা শোভা পায়।
সেই স্বপ্নকে বাসচাপা দিয়ে
মাড়িয়ে দেয় যারা,
মানুষ ভাবলে ভুল হবে ভাই
হিংস্র পশু তারা।
কেউবা হারায় সন্তান আবার
কেউবা হারায় ভাই,
হায়রে সমাজ মানবতা কি
মানুষের মাঝে নাই?
সরকার বলে বিরোধীদল দায়ী
বিরোধীদল বলে সরকার,
আপনারা ভাই থামেন এখন
আমাদের নিরাপত্তা দরকার।
একাত্তরে যারা বলেছিল
স্বাধীন হয়েছি আমরা,
তারাই এখন নির্বাক বটে
উড়ে গেছে প্রাণভোমরা।
একুশ শতকের তরুণ সমাজ
দেখেনি একাত্তর,
একাত্তরের চেয়ে আঠারো কম কীসে
আছে কি কোনো উত্তর?
আমরা তরুণ ছাত্রসমাজ
একতাবদ্ধ থাকবই,
পরাজয়ের ভীতি দূরীভূত করে
বিজয়ের ছবি আঁকবই।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. Halima tus Sadia

    অসাধারণ একটি কবিতা।
    লেখার ধাচ ভালো।
    ছন্দে ছন্দে পড়লাম।

    বাবা মা সন্তানদের পাঠশালা পড়ার জন্য পাঠায়।
    রাস্তাঘাটে নিরাপত্তা নেই।

    যদিও আঠারো সাল ছিলো একাত্তরের চেয়ে কম ছিলো না।
    দেশে বিশৃঙ্খলা হচ্ছেই।

    শুভ কামনা।

    Reply
  2. আফরোজা আক্তার ইতি

    হ্যাঁ, বরাবর সব যুদ্ধ আন্দোলন আর সকল ভালো কিছুর মধ্যে এগিয়ে গেছে আমাদের তরুণ সমাজ। প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে হলেও দাবি পূরণ করেছে সবার। কখনও অধিকার আদায়ে পিছিয়ে যায় নি তারা। আর তাই তো তাদেরকে আদর্শ মনে করেই সকলে এগিয়ে চলে। আঠারো বছর বয়সটাই এমন যে তারা যেকোনো কাজে এগিয়ে যায় উৎসাহের সাথে, কোন ভর ডর থাকে না। যা করে দৃঢ় প্রত্যয় নিয়ে করে।
    আপনি তো কবিতার মাঝে সুন্দর কথাগুলো তুলে ধরলেন। অনেক ভালো লেগেছে।
    শুভ কামনা রইল অনেক।

    Reply
  3. Md Rahim Miah

    বাহ্ অসাধারণ লিখেছেন। পড়ে অনেক অনেক ভালো লেগেছে। বেশ করে ছন্দের অনেক মিল আছে আর অন্ত্যমিল তো ঠিক রেখেছেনই। যেগুলোর জন্য কবিতার সুন্দর্য্য বৃদ্ধি পেয়ে গেছে। আর কবিতার টপিকস তো দারুণ বাস্তবতা ফুটে উঠেছে।তরুণদেরকেই আবার আন্দলনে নামতে হবে রাস্তাঘাটে নিরাপদে চলাচল এর জন্য। এইক্ষেত্রে সবাইকেই সচেতন হতে হবে। অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *