জাকারিয়া আল হোসাইন
–
বলতে পারো ধরাটা কার
কার নিয়মে চলে
রোজ নিশিতে জোনাক কেন
মিটিমিটি জ্বলে।
.
বলতে পারো আকাশ পানে
পাখি ক্যামনে উড়ে
মনের সুখে মুক্ত হাওয়ায়
ডাকে কেন সুরে।
.
বলতে পারো শুভ্র রাতে
চাঁদটা কেন হাসে
রোজ বিহানে সূর্য্য কেন
পূর্বাকাশে ভাসে।
.
বলতে পারো কার মিহামায়
মাছ থাকে যে জলে
জানি না কো মাগো আমি
খোকা চেয়ে বলে।
.
শোন তবে মনটি দিয়ে
বলছি তোমায় আমি
এই ধরাতে আছে একক
মহান অন্তর্যামী।
.
তার ইশারায় চলছে নদী
চলছে যে এই ধরা
তিনি’ই হলেন স্রোষ্টা সবার
সবি তার’ই গড়া।
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
মহিমায়
খুব সুন্দর হয়েছে, বানানের দিকে খেয়াল রাখবেন, মিহামায়>মহিমায়, স্রোষ্টা> স্রষ্টা।
এছাড়াও , পাখা ক্যামনে ওড়ে, না দিয়ে ,পাখি কেমনে ওড়ে দিলে ভালো লাগত।।
মিহামায়-মহিমায়
স্রোষ্টা-স্রষ্টা
পাখা-পাখি
সবি-সবই
প্রত্যেক চার লাইনের ২য় লাইনে বিরাম চিহ্ন হবে।যেটা প্রশ্ন সেটাতে প্রশ্নবোধক।কোনটাতে কমা।শুভ কামনা।
Valor laglo.
ভালো লাগলো।
একমাত্র স্রষ্টার ইশারায় সবকিছু হয়।
তিনিই এ ধরার অন্তরযামী।
ভালো লিখছেন।
বানানে ভুল আছে।
মিহামায়–মহিমায়
সোষ্টা–স্রষ্টা
সবি–সবই
শুভ কামনা রইলো।
হ্যাঁ, এই সব সুন্দর সৃষ্টির সৃষ্টিকর্তা একজনই, আর তিনিই এই পুরো বিশ্বভ্রম্মান্ড দেখছেন,নিয়ন্ত্রণ করছেন। তার ইশারায়ই সব চলে। সুন্দর একটি কবিতা। বেশ ভালো লেগেছে। বানানে কয়েকটা ভুল আছে।
ক্যামনে- কেমনে/ কীভাবে দিলে আরো ভালো হত।
সূর্য্য- সূর্য।
মিহামায়- মহিমায়।
স্রোষ্টা- স্রষ্টা।
সবি- সবই।
ভালো লিখেছেন। শুভ কামনা।
মিহামায়-মহিমায়
আর কিছু জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন হবে
সূর্য্য-সূর্য
সবি-সবই
স্রোষ্টা-স্রষ্টা
তবে পড়ে ভালোই লেগেছে, শুভ কামনা রইল
বানান ওশব্দ গঠনে নজর দিবেন, যতি চিহ্ন এসব দিক খেয়াল করবেন। ভালো হয়েছে, শুভকামনা
কি বলবো?এক কথায় চমৎকার।
যদি এরকম কবিতা সবসময় পড়তে পাড়তাম।
কবিতা লেখা হয়,তবে প্রেম বিরহের।
এক মহান আল্লাহর প্রেমে পড়ে সহস্র কবিতা লেখা যায়।শব্দমালা,ছন্দের গাঁথুনিতে কবিতায় এক অন্যরকম অনুভূতি এসেছে।
বানানে ভুল নেই।
লেখককে ধন্যবাদ এবং শুভকামনা রইলো।
টাইপিং মিসটেক আছে দু’টো,
মিহামায়___ মহিমায়
স্রোষ্টা___ স্রষ্টা
.
আপনি প্রতিটি অন্তরায় প্রশ্নবোধক বাক্য করেছেন অথচ প্রশ্নবোধক চিহ্ন দেননি।
আমি কবিতা কম বুঝি, কেন দেয়া হয়নি একটু বলবেন প্লিজ।
.
নামকরণটা যথার্থ।
সৃষ্টাকে নিয়ে লেখা কবিতাটা বেশ ভালো ছিলো।
সত্যি তো পৃথিবীর সবকিছুই তারই ইশারায় চলে। তারই মহিমায়, তারই সুরে গান গায়। অাকাশ-বাতাস সবই তার দান।
.
ছোট্ট হলেও ভালো লেগেছে।
শুভ কামনা রইলো।’