কবিতা:- ভ্রাতৃত্ববোধ
মাহদী হাসান ফরাজী
ভ্রাতৃত্বের বন্ধনে ভগ্নিত্বের মায়াটানে আমার এ জীবন
হৃদয়ের সুঅঙ্গনে প্রীতির আলিঙ্গনে ধন্য আমরণ!
অগ্রজের স্নেহ অনুজের শ্রদ্ধা অবনীর মাঝে
বৈরীদের দ্রোহে প্রিয়দের শুধা কে-না খোঁজে?
বৈচিত্র জীবনের বিচিত্র রূপ স্বল্প পরিসরে
পুষ্পিত জীবনের সুবাসিত মন মুগ্ধ প্রতিভোরে।
এমনই সুচিত্র মুসলিম বন্ধনে হৃদয়ের পরম চাওয়া
অধমের নেত্র অশ্রুহীন; ক্রন্দনে, পায় যেন শান্তির ছোঁয়া
কল্পনার দেয়ালে অঙ্কিত আল্পনা অর্ধফোটা ফুল
স্বপ্নের হেয়ালে শঙ্কিত ভাবনা ফুটায় পূর্ণ হুল,
শুদ্ধতার দুয়ারে রুদ্ধতার মিছিল; এ-কী করুণ হাল!
মন্দত্বের জোয়ারে ছিন্ন-ভিন্ন আজ পুণ্য তরীর পাল!!
পুণ্যের গৃহে প্রীতির শূন্যতা; অন্ধকারাচ্ছন্ন মন
অন্যের গৃহে দৌড়াত্মের ভিন্নতায় বিচ্ছিন্নতার পণ
ভ্রাতৃদ্বয় ক্ষুব্ধ আপন ঝগড়ায় পার্থিব ঘিরে
খান্নাস মুগ্ধ ওদের বচসায় ইন্ধন নেড়ে,
ইসলামী ভ্রাতৃত্ব কুফুরের নেতৃত্বে কী করে সম্ভব?
সামাজিকতা ছিন্ন অপকর্মতার জন্য, জঘন্য এক উদ্ভব!
ইসলামীবোধ জাগ্রত হোক সকল মুমিন প্রাণে
কুফুরীবোধের অবসান হোক শান্তির সন্ধানে
ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে পড়ুক মুসলিম অন্তরে
হিংসাত্মবোধ কুকড়ে মরুক নির্জন প্রান্তরে
ন্যায়ের সুবাসে সুবাসিত হোক অবনীর সবকিছু
সুখের পরশে পরশিত হোক, ছেড়ে মিথ্যার পিছু।
ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে পড়ুক মুসলিমের অন্তরে।
কুফরিবোধ অবসান হোক শান্তির সন্ধানে।
লাইনগুলো ভালো লেগেছে।
ভালো লিখেছেন।
শুভ কামনা রইলো।
আমরা প্রতিটি মুসলমান ভাই ভাই। তবে কেন ভাইদের মধ্যে এতো দ্বন্দ্ব, এতো অত্যাচার! সকল মিথ্যা মুছে একসময় সত্যের জয় হবেই। সবাই ইসলামের পতাকাতলে স্নেহের ছায়ায় থাকবে। সবাই মিলেমিশে থাকুক এটাই তো কামনা।
আপনি খুবই সুন্দর লিখেছেন। চমৎকৃত হয়েছি।
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
বাহ্ বেশ ভালো লিখেছেন । পড়েও অনেক অনেক ভালো লেগেছে। তবে শব্দ প্রয়োগ আরেকটু সহজ উল্লেখ করলে ভালো হতো। কবিতার মাঝে অনেক কঠিন কঠিন শব্দ প্রয়োগ করেছেন বলা যায় প্রথমে। যদিও কবিতার মাঝে কঠিন শব্দ দেওয়া যায়। যেমন: মাইকেল মধুসূদন দত্ত এর রনকা নিয়ে কবিতা আছে এত কঠিন শব্দ প্রয়োগ করা হয়েছে যে আপনে পড়লে বলবেন এটা কি লিখেছে আবোল তাবোল। অথচ সেই কবিতার শব্দের অর্থ জেনে পড়বেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন।যাইহোক ভালো লিখেছেন, মুসলীমদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক। অনেক অনেক শুভ কামনা রইল।