আহবান
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৮
লেখকঃ আওয়ার ক্যানভাস

আওয়ার ক্যানভাস বই প্রেমীদের মিলন মেলা। লেখকদের লেখা পাঠকের কাছে বই আকারে পৌঁছে দেওয়া, আওয়ার ক্যানভাসের সাথে জড়িতদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করার স্বপ্ন নিয়েই আমাদের পথ চলা।

 2,141 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ আওয়ার ক্যানভাস

 

আহবান
কবি জোসেফাইন

শোনিতাক্ত কলেবর রয়েছে পড়ে
দেখনা আঁখি মেলে
অবলাগণ কাঁদছে যে আজ
আপনজন হারিয়ে।

আয়তলোচনে বিষাদিতভাবে
রয়েছে সে তাকি
সুপ্ততল আকাশ পানে
বলছে কিছু দেখি।

অবলার কোলে দুহিতা কাঁদে
হয়তো পিতৃ শোকে
রিপুবিনাশে শহীদ হয়েছে
জালিমের পদঘাতে।

লগ্ন যে আজ পেরিয়ে যাচ্ছে
উঠবি না কি তুই জেগে
অবলা আর দুহিতারা সব
ডাকছে করুন সুরে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. Sushmita parvin

    দেখনা – দেখ না। না আলাদা বসে।

    আয়তলোচনে বিষাদিতভাবে
    রয়েছে সে তাকি – তাকি কী অর্থ ব্যবহৃত হয়েছে বুঝলাম না।
    করুন – করুণ হবে। করুন দিয়ে কোনো কাজ করতে বলা হচ্ছে বুঝায়।
    শুভ কামনা রইলো।

    Reply
  2. Nafis IntehabNazmul

    বর্তমান ফিলিস্তিন, ইয়েমেন আর বার্মার দিকে তাকালেই বুঝা যাবে আপনার কবিতার গভীরতা।
    যেখানে জালিমদের হাতে নির্যাতিত হচ্ছে শত আদম সন্তান। ধ্বংস হচ্ছে শত নিষ্পাপ জীব। যেখানে খালি হচ্ছে শত মায়ের কোল। সেখানে ডাকছে আমাদেরকে সাহায্যের জন্য।
    আমাদের বিলাসিতা আমাদেরকে বধির করে দিয়েছে। আমরা শুনতে পায়না।
    বানান…
    দেখনা~ দেখ না
    তাকিয়ে এর বিলুপ্ত রূপ তাকি ব্যবহৃত হতে কোথাও দেখিনি। শব্দটা ঠিক বুঝলাম না

    Reply
  3. অচেনা আমি

    আসসালামু আলাইকুম। কবিতা প্রসঙ্গে কিছু কথা :
    কবিতা সাবলীল ভাষায় হলেই বেশি ভালো লাগে। কেননা কবিতা পড়ে যদি মূলভাব ঠিকমতো বোঝায় না যায় তাহলে আর কী হলো।
    কবিতার শুরুতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার মানে ঠিক বুঝতে পারিনি আমি। তাছাড়া বানানেও কিছু ভুল রয়েছে। যেমন:
    দেখনা- দেখ না। না শব্দের সাথে যুক্ত হয়ে বসে না। কারণ না নিজেই একটি অর্থবোধক শব্দ।
    তাকি শব্দের কোনো অর্থবোধক কোনো মানে প্রকাশ করে বলে জানা নেই আমার।
    করুন- করুণ
    কবিতাটা আর একটু বড় হলে বোধহয় বেশি ভালো লাগতো।
    আগামীতে আশা করি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।

    Reply
  4. Halima tus sadia

    চমৎকার লিখেছেন।
    শব্দগুলো বেশ কঠিন।
    কিছু শব্দ বুঝতে পারিনি…
    বর্ণনাশৈলী দারুণ।এগিয়ে যান।
    শুভ কামনা রইলো।

    Reply
  5. Naeemul Islam Gulzar

    লগ্ন যে আজ পেরিয়ে যাচ্ছে
    উঠবি না তুই জেগে?
    অবলা আর দুহিতারা সব
    ডাকছে করুন সুরে।
    ভালো লেগেছে।শুভকামনা

    Reply
  6. Md Rahim Miah

    দেখনা-দেখ না (না আলেদা বসে)
    তাকি-তাকিয়ে(শব্দটা মনে হয় তাকিয়ে হবে)
    করুন-করুণ
    বাহ্ দারুণ ছিল কবিতাটা। আর শব্দ কঠিন হলেও বুঝতে পেরেছি কি নিয়ে লেখা হয়েছে। আসলে আমাদের কিছু করার নেই, তাদের নিজেদেরকেই শত্রুর মোকাবেলা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হবে। তাই সেই হিসাবে সাহায্য করা যায়। কিন্তু কে বা করবে। মানবতা আজ নিজের স্বার্থ বুঝে। যাইহোক ভালো ছিল, কবিতাটা বড় করলে আরো ভালো হত। শুভ কামনা রইল

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *