আহবান
কবি জোসেফাইন
শোনিতাক্ত কলেবর রয়েছে পড়ে
দেখনা আঁখি মেলে
অবলাগণ কাঁদছে যে আজ
আপনজন হারিয়ে।
আয়তলোচনে বিষাদিতভাবে
রয়েছে সে তাকি
সুপ্ততল আকাশ পানে
বলছে কিছু দেখি।
অবলার কোলে দুহিতা কাঁদে
হয়তো পিতৃ শোকে
রিপুবিনাশে শহীদ হয়েছে
জালিমের পদঘাতে।
লগ্ন যে আজ পেরিয়ে যাচ্ছে
উঠবি না কি তুই জেগে
অবলা আর দুহিতারা সব
ডাকছে করুন সুরে।
দেখনা – দেখ না। না আলাদা বসে।
আয়তলোচনে বিষাদিতভাবে
রয়েছে সে তাকি – তাকি কী অর্থ ব্যবহৃত হয়েছে বুঝলাম না।
করুন – করুণ হবে। করুন দিয়ে কোনো কাজ করতে বলা হচ্ছে বুঝায়।
শুভ কামনা রইলো।
বর্তমান ফিলিস্তিন, ইয়েমেন আর বার্মার দিকে তাকালেই বুঝা যাবে আপনার কবিতার গভীরতা।
যেখানে জালিমদের হাতে নির্যাতিত হচ্ছে শত আদম সন্তান। ধ্বংস হচ্ছে শত নিষ্পাপ জীব। যেখানে খালি হচ্ছে শত মায়ের কোল। সেখানে ডাকছে আমাদেরকে সাহায্যের জন্য।
আমাদের বিলাসিতা আমাদেরকে বধির করে দিয়েছে। আমরা শুনতে পায়না।
বানান…
দেখনা~ দেখ না
তাকিয়ে এর বিলুপ্ত রূপ তাকি ব্যবহৃত হতে কোথাও দেখিনি। শব্দটা ঠিক বুঝলাম না
আসসালামু আলাইকুম। কবিতা প্রসঙ্গে কিছু কথা :
কবিতা সাবলীল ভাষায় হলেই বেশি ভালো লাগে। কেননা কবিতা পড়ে যদি মূলভাব ঠিকমতো বোঝায় না যায় তাহলে আর কী হলো।
কবিতার শুরুতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার মানে ঠিক বুঝতে পারিনি আমি। তাছাড়া বানানেও কিছু ভুল রয়েছে। যেমন:
দেখনা- দেখ না। না শব্দের সাথে যুক্ত হয়ে বসে না। কারণ না নিজেই একটি অর্থবোধক শব্দ।
তাকি শব্দের কোনো অর্থবোধক কোনো মানে প্রকাশ করে বলে জানা নেই আমার।
করুন- করুণ
কবিতাটা আর একটু বড় হলে বোধহয় বেশি ভালো লাগতো।
আগামীতে আশা করি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা।
চমৎকার লিখেছেন।
শব্দগুলো বেশ কঠিন।
কিছু শব্দ বুঝতে পারিনি…
বর্ণনাশৈলী দারুণ।এগিয়ে যান।
শুভ কামনা রইলো।
লগ্ন যে আজ পেরিয়ে যাচ্ছে
উঠবি না তুই জেগে?
অবলা আর দুহিতারা সব
ডাকছে করুন সুরে।
ভালো লেগেছে।শুভকামনা
দেখনা-দেখ না (না আলেদা বসে)
তাকি-তাকিয়ে(শব্দটা মনে হয় তাকিয়ে হবে)
করুন-করুণ
বাহ্ দারুণ ছিল কবিতাটা। আর শব্দ কঠিন হলেও বুঝতে পেরেছি কি নিয়ে লেখা হয়েছে। আসলে আমাদের কিছু করার নেই, তাদের নিজেদেরকেই শত্রুর মোকাবেলা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে হবে। তাই সেই হিসাবে সাহায্য করা যায়। কিন্তু কে বা করবে। মানবতা আজ নিজের স্বার্থ বুঝে। যাইহোক ভালো ছিল, কবিতাটা বড় করলে আরো ভালো হত। শুভ কামনা রইল