আহবান
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০১৯
লেখকঃ augustmault0163

 2,703 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

হাফেজ আহমেদ রাশেদ

আমিও হাঁটিনি সেদিন যে আজকের মতো করে,
এক কদমের পরেরটা দিয়েছি বারো হোঁচটের পরে।
পাখি ছানা প্রথম দিনে উড়েনি ডানা মেলে,
শিখেছে উড়াল মায়ের সাথে অল্প অল্প খেলে।
জন্মলগ্ন চাঁদের আলোয় করেনি বাজিমাত,
অল্প অল্প তার পরেতে জ্যোৎস্নাময়ী রাত।
লেখার পূর্বে শিখতে হবে করো সবে পণ,
কলম তবে দৃঢ় হবে করবে না কম্পন।
মায়ের কাছে সর্ব প্রথম অক্ষর শিখেছি সবে,
বলো তার কাছে শিখার পূর্বে লিখতে বসেছি কবে?
বীর্য থেকে ভ্রুণ তা থেকে মানব দণ্ড,
সৃষ্টিলগ্ন থেকেই মানব ধীরতায় খণ্ড খণ্ড।
তুমিও চলবে ধীরে ধীরে অগ্রগতির পথে,
সুষ্ঠু সমাজ সংস্করণে যেও না পাপিষ্ঠ মতে।
অল্পতেই ক্ষুণ্ণ হয়ে ঈর্ষা পুষ না হৃদয় গহ্বরে,
মিত্রকে নয় শুধু, শত্রুকেও ঢেকো ভালোবাসার চাদরে।
একদিনে হয় না সব,হবে ধীরে ধীরে,
চেতনা হারিয়ে কভু যেও না ভ্রান্তদের ভীরে।
সাফল্যের চাবিকাঠি পরিকল্পনা পরিশ্রমের সমন্বয়ে,
সত্য সঠিক সুন্দরতম মনন পুষে চলো নির্ভয়ে।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    কবিতায় একটা চরম বাস্তব তুলে ধরেছেন। শুধু মানুষ হয়ে জন্মালেই কি আমরা প্রকৃত মানুষ হয়ে যাই? যদি মানুষের মতো গুণাবলীই গুলো আমাদের মাঝে না থাকে তবে পশুর আর আমাদের মধ্যে পার্থক্য কি! মানুষের মতো মানুষ হওয়ার জন্য আহ্বানই কতো সুন্দরভাবে তুলে ধরেছেন কবিতায়।
    অনেক শুভ কামনা কবিকে।

    Reply
  2. Halima tus Sadia

    অল্পতেই রাগ করে ঈর্ষা পুষো না হ্নদয়ে,
    মিত্রকে নয় শুধু,শত্রুকে ঢেকো ভালোবাসার চাদরে।

    কবিতায় এ লাইনটি বেস্ট ছিলো।
    অনেক সুন্দর একটি কবিতা।

    ভীরে–ভীড়ে

    Reply
  3. Md Rahim Miah

    ভীরে-ভিড়ে
    বাহ্ দারুণ লিখেছেন। কবিতার মাঝে অনেক উপদেশ দেওয়া হয়েছে মানবের জন্য।
    মিত্রকে নয় শুধু , শত্রুকেও ঢেকো ভালোবাসার চাদরে। যার অর্থ হল, শুধু বন্ধুকে নয়, শত্রুকেও ভালোবেসে আগলে রেখো।(নিজের মতে বলেছি বাকিটা কবি জানে)।যাইহোক পড়ে অনেক অনেক ভালো লেগেছে আর অনেক অনেক শুভ কামনা রইল।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *