লেখকঃ FaRjana Neel
………………
আজ হেনার গায়ে হলুদ। সকাল থেকেই ওকে খুব খুশি খুশি লাগছে, লাগবেনাইবা কেন ৫ বছর ধরে অপেক্ষার শেষ হতে চলল।হেনা আর নিলয়ের সম্পর্ক টা প্রায় ৫ বছর হয়, এর মাঝে হেনা এম বি এ শেষ করল আর নিলয় একটা ভালো চাকরী করে। নিলয় কম্পিউটার ইঞ্জিনিয়ার। হেনাদের বাড়ীতে অনেক লোকের সমাগম আরো মেহমানরা আসছে চারদিকে চিৎকার চ্যাঁচামেচি বিয়ে বাড়ী বলে কথা!দুপুর গরিয়ে বিকাল হলো হেনার সব বান্ধবীরা একে একে এসে গেলো। রান্নাবান্না নিয়ে বড়রা ওদিকে বাস্ত।সন্ধ্যা হল চারদিক নানা রকম আলোয় আলোকিত হয়ে উঠল। হেনা বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা তাই বাবা অনেক ধুম ধাম করেই মেয়ের বিয়ে দিচ্ছে। এর মাঝে হেনার গায়ে হলুদ হয়ে গেলো। হেনার বন্ধুরা অনেক মজা করছে হেনাও অনেক খুশি। এর মাঝে নিলয় এর সাথে হেনার দু-একবার কথা হয়েছে। ওদের ওখানেও অনেক আনন্দ করছে সবাই। অনেক আনন্দের মাঝে কাটল গায়ে হলুদ। ভোর হল। আজ হেনার আর নিলয় এর বিয়ে। সকাল গড়িয়ে দুপুর হল অনেকটা দেরি হচ্ছে বর আসতে। এদিকে সব রেডি। হেনার সাথে সকালে একবার কথা হয়েছিল নিলয়ের তারপর আর হয়নি। দু-ঘন্টা ধরে নিলয়ের ফোন বন্ধ পাচ্ছে হেনা। হেনার বাবার সাথে বর পক্ষের একজনের কথা হয়েছিল তার কথা অনুসারে এতক্ষনে নিলয়ের গাড়ী চলে আসার কথা কিন্তু এতো দেরি হচ্ছে কেন। একটু পরে হেনার বাবার কাছে একটা ফোন এলো হসপিটাল থেকে। বরের গাড়ী এক্সিডেন্ট করেছে। হেনার তখন কিছু বলার ক্ষমতা ছিলনা। মনে হচ্ছিল ওর পৃথিবী অন্ধকার হয়ে গেল এক নিমিষেই। হেনা হসপিটালে গেল। নিলয় তখন আইসিউতে,কন্ডিশন খুব খারাপ। হেনা নিলয়ের কাছে গিয়ে বসল হাতে হাতটা রাখলো। নিলয় চোখটা একটু খুলে হেনার দিকে তাকিয়ে বলল ভালো থেকো। তারপর আর কিছু বলল না এটাই ছিল নিলয়ের শেষ কথা।।মাঝখানে অনেকগুলো বছর গেলো হেনা আজও বেঁচে আছে নিলয়ের শেষ কথাটার জন্য।
০ Comments