“বেঁচে থাকার আহ্বান”
আমিনুল ইসলাম রুহুল
তুমি শোনো নি কো কভু বেঁচে থাকার গান!
তবে কেনো লুটিয়ে দেবে অকালে তোমার প্রাণ।
বাঁচো মানুষ, বাঁচতে শেখো।
জীবন টাকে উপলব্ধি করতে শেখো।
পৃথিবীর কোনো এক কোণে ,
কেউ একজন তাকিয়ে আছে তোমার পানে।
তুমি বাঁচো, তাহার জন্যই বেঁচে থাকো।
অমর হতে আসে নি কো কেউ এ ধরণী তে,
ডাক পড়লেই যেতে হবে একদিন সবাইকে।
গভীর ভাবে চেয়ে দেখো একবার রাস্তার ঐ খোঁড়া লোকটির পানে।
তাতেই পারবে বুঝতে তুমি , বেঁচে থাকার আসল মানে।
ব্যর্থতা আছে বলেই তো জীবন
তাই বলে কি দিয়ে দিবে তুমি আত্মহনন!
একবার পারো নি তো আবার চেষ্টা করো,
সফলতা তোমার দুয়ারে কড়া নাড়বেই।
ওহে মানুষ, বাঁচতে শেখো।
হেরে গিয়ে দিও না আর নিজের আত্মহুতি।
লড়াই করে বাঁচো,দেখিয়ে দাও তুমি ও পারো।
বেঁচে থাকার ডাকে আজ তোমায় করছি আহ্বান।
সব ভুলে গিয়ে কণ্ঠে তোলো আজ বেঁচে থাকার জয়গান।
০ Comments