সমুদ্র দেখা
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৮
লেখকঃ

 1,611 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ

সমুদ্র দেখা

Asadulla Mohammad Faruq 

আমরা পথচারী দু’জন সম্মুখে এগিয়ে চলছি
যে দিক থেকে ঢেউয়ের শব্দগুলো কানে আসে
যে জলে সূর্য তার প্রতিবিম্ব সৃষ্টি করে
যেখানের জল-রাশি অনন্তের দিকে হাতছানি দেয়
সে অনন্তের দিকে দৃষ্টি মেলে এগিয়ে চলছি
দূর সীমানায় জল তার রঙ্গ বদলেছে
হয়ে গেছে সে চির হরিৎ
যেন এক ফালি ঘাস জমেছে বৃহদাকার মাঠে
আকাশের সীমানায় মিশে গিয়ে হয়েছে নীল।

আমরা থেমে যাই এবং চেয়ে থাকি সে অনন্তে
তার হাত আমার বাহু-বন্ধনে শক্ত ভাবে জড়িয়ে রয়েছে
তার এলো-কেশ আমার মুখ-মন্ডলে দোল খাচ্ছে
তার অপলক দৃষ্টিতে চেয়ে থাকা আমাকে মুগ্ধ করে দিয়েছে
সে যেন স্বর্গের কোন পরী আকাশ যার আবাসস্হল
তার নরম হাতের স্পর্শ আমার মন শিহরিত করে তুললো
তার ভালোবাসা আমায় আচ্ছন্ন করে পেললো
মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম যতক্ষণ না সন্ধ্যা নামলো
কি এক মোহ যেন আমায় স্তব্ধ করে রাখলো

রাত গভীর হতে চললো
আকাশের রং বদলে গিয়ে কালো হয়ে গেলো
সাগর যেন তার স্রোত বৃদ্ধি করে দিলো
সব কিছু শান্ত্ব হয়ে কেবল ঢেউয়ের শব্দ শুনা যেতে লাগলো
আর তখনি নামলো ঝুম বৃষ্টি
অঝর ধারার বর্ষণ আমাদের ভিজিয়ে দিলো
আমরা দু’জন দু’জনার দিকে দৃষ্টি ফেললাম
এগিয়ে গেলাম খুব নিকটে আরো সন্নিকটে
একে অন্যের আলিঙ্গনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করলাম
বৃষ্টি আমাদের ভিজিয়ে দিতে থাকলো।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *