বৃদ্ধ মা
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৭
লেখকঃ vickycherry05

 2,443 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05
লেখকঃ Sajid Hasan Anil
ছবিতে যে বৃদ্ধ মা-টা দেখছেন, তাকে নিয়ে কিছু বলি,,,
শুনুন, এই বৃদ্ধ মায়ের কুসন্তান তার মাকে বছরখানেক আগে ঢাকার একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মা খুব কষ্ট করে দীর্ঘ এক বছর সেখানে ডাস্টবিনে ফেলে দেওয়া ময়লার মতো বসবাস করেন। একদিন সেখান থেকে কোনোমতে পালিয়ে ধনী ছেলের বাসায় এসে হাজির হন। ছেলে তার মাকে দেখে খুব রেঁগে গেলেন আর চিঁৎকার চেঁচামেচি শুরু করলেন। মা তার ছেলেকে অনেক অনুরোধ করে বলতে লাগলেন, “বাবা রে আমার, আমারে আর ওইখানে পাঠাইস না বাবা। ওইখানে থাকতে অনেক কষ্ট হয় আমার। খাবার-দাবার ঠিকমতো দেয়নারে বাবা। বাবা আমারে আর ওইখানে পাঠাইস না। আমি তর বাসায় কাজের বুয়া হিসাবে থাকমু তবুও আমারে আর ওইখানে পাঠাইস না।”
এখন আপনিই বলুন, এই বৃদ্ধ মায়ের কি দোষ ছিলো যে আজ তাকে তার ছেলের বাসায় কাজের বুয়া হয়ে থাকতে হয়?
আমাদের বর্তমান যুগ কতোটা নিচের দিকে পতিত হচ্ছে। একবার ভেবে দেখুন,,,…বাবা দিবসে, মা দিবসে Facebook এ বাবা-মাকে নিয়ে এতো post – upload না করে বাসায় গিয়ে বাবা মাকে হাসিমুখে জিজ্ঞাসা করুন,

* মা, আজ মা দিবস। বাবা, আজ বাবা দিবস। বলো তুমি কি খাবে?

* বাবা-মা একটু অসুস্থ হলে, বাবা-মা কে জিজ্ঞাসা করেন – মা/বাবা তোমার শরীরটা এখন কেমন?

* তাদের অসহায়ত্ব দূর করতে — কাজের ব্যস্ততার ফাঁকে আপনার কিছু সময় বাবা মায়ের পিছনে ব্যয় করুন।

* ঈদের বোনাস পেয়ে বাবা মাকে অন্ততপক্ষে একটি নতুন কাপড় কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।

* বা-মায়ের ভিতরের কষ্টটা একটু অনুধাবন করার চেষ্টা করুন।
দেখবেন বাবা-মায়ের দোয়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আপনাকে আঁকড়ে ধরে রেখেছে।

পৃথিবীর প্রত্যেক মৃত ও জীবিত বাবা-মা কে আমাদের এর পক্ষ হতে আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে জানাই — সালাম।

সম্পর্কিত পোস্ট

শয়তানকে পরাজিত করুন –

শয়তানকে পরাজিত করুন –

কোন এক দাওয়াতে এক ভাবী গল্প করছিলেন যে, এক মহিলা যখন তার Husband রাগ হয় তখন তিনি আয়াতুল কুরসি পড়েন আর তার স্বামী বিড়াল হয়ে যান । তখন আর এক ভাবী বললেন," ভাবী - আয়াতুল কুরসি পড়লে উনার স্বামী বিড়াল হন না বরং ঐ মহিলার সাথের শয়তানটা পালিয়ে যায়” । ভাবীদের এই...

একজন মানুষের গল্প

একজন মানুষের গল্প

দুই টাকার আইসক্রিম, বই সামনে নিয়ে চিৎকার করে পড়া, কলম দিয়ে এক অক্ষর বারবার লিখে হাত ব্যাথা সহ্য করতে করতেই ছোটবেলা কাটিয়ে দেওয়া। একটু বড় হওয়ার পর ছন্নছাড়া হয়ে যাওয়া। ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া কোনো এক বট তলা। যেখানে বসে আড্ডা দিত কয়েকজন স্কুল পালানো...

অস্ফুট কান্না

অস্ফুট কান্না

লেখা: মোহসিনা বেগম , প্রচণ্ড শীত পড়েছে আজ। চারদিক কুয়াশা যেন চাদর বিছিয়ে রেখেছে। সকাল এগারোটা বেজে গেছে এখনও সূর্যের দেখা নেই। ছুটিতে কয়েকটা দিন গ্রামে থেকে আনন্দ করব কিন্তু প্রচণ্ড শীতে জমে যাচ্ছি। লেপের নীচ থেকে বের হতেই ইচ্ছে করছে না। ওদিকে মা কতক্ষণ ধরে ডেকেই...

১ Comment

  1. লুৎফুন নেসা

    মায়ের একমাত্র দোষ হচ্ছে এমন একটি কুসন্তান জঠরে জায়গা দেয়া!!

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *