শুনুন, এই বৃদ্ধ মায়ের কুসন্তান তার মাকে বছরখানেক আগে ঢাকার একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। মা খুব কষ্ট করে দীর্ঘ এক বছর সেখানে ডাস্টবিনে ফেলে দেওয়া ময়লার মতো বসবাস করেন। একদিন সেখান থেকে কোনোমতে পালিয়ে ধনী ছেলের বাসায় এসে হাজির হন। ছেলে তার মাকে দেখে খুব রেঁগে গেলেন আর চিঁৎকার চেঁচামেচি শুরু করলেন। মা তার ছেলেকে অনেক অনুরোধ করে বলতে লাগলেন, “বাবা রে আমার, আমারে আর ওইখানে পাঠাইস না বাবা। ওইখানে থাকতে অনেক কষ্ট হয় আমার। খাবার-দাবার ঠিকমতো দেয়নারে বাবা। বাবা আমারে আর ওইখানে পাঠাইস না। আমি তর বাসায় কাজের বুয়া হিসাবে থাকমু তবুও আমারে আর ওইখানে পাঠাইস না।”এখন আপনিই বলুন, এই বৃদ্ধ মায়ের কি দোষ ছিলো যে আজ তাকে তার ছেলের বাসায় কাজের বুয়া হয়ে থাকতে হয়?
আমাদের বর্তমান যুগ কতোটা নিচের দিকে পতিত হচ্ছে। একবার ভেবে দেখুন,,,…বাবা দিবসে, মা দিবসে Facebook এ বাবা-মাকে নিয়ে এতো post – upload না করে বাসায় গিয়ে বাবা মাকে হাসিমুখে জিজ্ঞাসা করুন,
* মা, আজ মা দিবস। বাবা, আজ বাবা দিবস। বলো তুমি কি খাবে?
* বাবা-মা একটু অসুস্থ হলে, বাবা-মা কে জিজ্ঞাসা করেন – মা/বাবা তোমার শরীরটা এখন কেমন?
* তাদের অসহায়ত্ব দূর করতে — কাজের ব্যস্ততার ফাঁকে আপনার কিছু সময় বাবা মায়ের পিছনে ব্যয় করুন।
* ঈদের বোনাস পেয়ে বাবা মাকে অন্ততপক্ষে একটি নতুন কাপড় কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
* বা-মায়ের ভিতরের কষ্টটা একটু অনুধাবন করার চেষ্টা করুন।
দেখবেন বাবা-মায়ের দোয়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আপনাকে আঁকড়ে ধরে রেখেছে।
পৃথিবীর প্রত্যেক মৃত ও জীবিত বাবা-মা কে আমাদের এর পক্ষ হতে আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে জানাই — সালাম।
মায়ের একমাত্র দোষ হচ্ছে এমন একটি কুসন্তান জঠরে জায়গা দেয়া!!