কবিতাঃ মেঘলা আকাশের তারা
লেখিকাঃ Ipshita Shikdar (samia)
স্তব্ধ শহরের নিস্তব্ধ আবেগে তার মুগ্ধ চাহনি,
আমার নির্লিপ্ত নয়নযুগলও যেনো প্রতিমুহূর্ত থমকে যায় তা দেখে।
সেলফোনে তার আবেগমাখা পুরুষালি ভরাট কণ্ঠ, আমার শান্ত হৃদস্পন্দনও যেনো মুহূর্তেই চঞ্চল হয়ে উঠে তার সেই কণ্ঠস্বরে।
তার মুখ থেকে প্রতিনিয়ত উচ্চারিত শব্দটি ভালোবাসি,
প্রতিবারই যেনো মনের কোণে হাজারো অনুভূতি ও আবেগের ভিড় জমিয়ে ফেলে।
শাসনহীন মধুময় যত্নের অভাব হয় না জীবনে,
তবুও যেনো সকলের মাঝে তার শাসনীয় যত্নই দাগ কেটে যায় মনের ঘরে।
হাসিমাখা মুখে তো প্রতিটি মানুষকেই সুন্দর লাগে,
তবুও কেনো যেনো শুধু তার হাসিমাখা মুখশ্রীর মায়াজালেই বন্দিনী হই আমি।
বৃহৎ ঐ আকাশে হাজারো তারার মিটিমিটি খেলা জমে,
কিন্তু আমার মেঘলা আকাশে একমাত্র তারা হয়ে কেবল তারই বসবাস।
*যেনো-> যেন। (আপনি প্রায় পাঁচবার এই শব্দটা ব্যবহার করেছেন।)
*কেনো-> কেন।
*বন্দিনী-> মনে হয় ‘বন্দীনি’ হবে বানানটা। তবে আমি নিশ্চিত না।
*ঐ-> বর্তমানে ঐ এর ক্ষেত্রে ‘ওই’ শব্দটি বেশি ব্যবহীত হয়।
আশা করি উপরের বানানগুলো দেখে নিবেন। আপনার কবিতাটি চমৎকার লেগেছে। বেশ ভালো লিখেছেন। আপনার থেকে পরের বার এর থেকেও ভালো কিছু আশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।