কবিতাঃ প্রত্যাশিত প্রত্যাশা
লেখকঃ সাইফ তালহা
খুব বেশিকিছুর প্রত্যাশা নেই,
শুধুমাত্র স্নিগ্ধময় ভালোবাসার ঘ্রাণেই সন্তুষ্ট,
যারা দানব হয়ে দাঁড়াবে পক্ষাঘাতগ্রস্ত হৃদয়ের।
যাদের কণ্ঠের মহাসমারোহ হতভম্ব করবে সমুদ্রের উদ্দাম নৃত্যকে।
সাক্ষরিত মৃত্যু দলিলকে করবে নিছক কাগজ মাত্র।
তোমার জোস্ননা মাখা কোমল হাসি…
দিকচিহ্নহীন ঝড়োমেঘ হয়ে বর্ষিত হবে,
অভিক্ষেপের নিচের সুপ্ত শুষ্ক মরুতে।
অচিরেই সুরোভিত হবে মায়াময় নন্দনকাননে
অসমাপ্ত পঙ্গতিগুলো পাওয়া যাবে সন্তপর্ণে।
খুব বেশিকিছুর প্রত্যাশা নেই,
বিদায়ী ফাগুনের অবিনাশী অভ্যর্থনাই যথেষ্ট।
যার দুফোঁটা অশ্রু প্রতিনিধিত্ব করবে বিক্ষুব্ধ সমুদ্রের।
যেই অশ্রু মূহুর্তেই আড়াল করে উত্তপ্ত গগনকে।
যার স্পর্শে তৈরী হবে ব্রক্ষ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ কাব্যের কালি।
বিমূর্ত অভিনয়ের শহর ধূলিসাৎ করে,
মফস্বলি বিস্মিত সন্ধ্যায় হারিয়ে যাবে দুটি সত্বা,
রাতের কালো ক্যানভাসে অঙ্কিত হবে দুটি স্বপ্ন।
ঘুম চোখের ভোরের অহর্নিশ মায়াময় গন্ধে…
নতুনত্বে আলোরিত হবে শরতের সবটুকু সুর।
স্থানান্তরিত অপরাহ্নের অদ্ভুত ভালোবাসাটুকু জমিয়ে রেখ,
তার রহস্যময় ছন্দে যেন উত্তাল হয়ে ওঠে…
বিলুপ্ত সভ্যতার গোধূলির ইতস্তত দাম্ভিক মেঘপুঞ্জ।
আর কিছু নয় শুধু,
নক্ষত্রের অববাহিকায় উড্ডীন রেখ স্বর্গীয় প্রত্যাশার দেবদারু
০ Comments