লেখা: সাদিয়া আফরোজ মীম
বন্ধু আমার, কোথায় হারালে?
ডাকছি তোমায়, ব্যথার সুরে।
একসাথে খেলেছি পুতুল খেলা,
এভাবেই কেটে গেছে কত না বেলা অবেলা!
বন্ধু আমার, আমার বুকে কষ্ট জাগে
তুমি কেন পথ হারালে?
তোমার মনে আলোর অভাব
যাবে না কি তোমার ভুল বোঝার স্বভাব?
তোমার জন্য কুয়াশাচ্ছন্ন ভালোবাসা
ধূলিকণা মাখা কত না ছোট বড় আশা!
শীতের সকালের ঘাসগুলো সব শিশিরে ভেজা,
তোমাকে বুঝাতে পারা নয়কো সোজা।
অনেক তো ঘুমালে
কবে জাগবে ?
একদিন ঠিক বুঝবে,
দুনিয়ার মিছে মায়া কাটবে
তবে সুযোগ আর সময়টা হারাবে।
চলো বন্ধু আমার,
হাঁটি সেই পথে
যে পথ দেখাবে আলোর দিশা
যে পথে আছে শুধু মুক্তির নেশা।
প্রশ্ন জাগছে কি মনে?
মুক্তি? তার মানে?
জানো কি সেই মুক্তি মিলবে কোথায়?
জান্নাতের সুন্দর বাগিচায়।
যেখানে থাকবে না কোন কষ্ট
হবে না কেউ পথভ্রষ্ট।
দুনিয়া মানে মরুভূমির বুকে
পথিক যেমন মরীচিকা দেখে,
পানি ভেবে ভুল করে
দুনিয়ায় তেমন সুখ খুঁজে মরে।
চিরনিদ্রার পরে
অন্ধকার থেকে জেগে উঠে,
অসীম সময়ের জান্নাতেই না হয় সুখ খুঁজে নিও।
দুনিয়া মানে পরীক্ষাক্ষেত্র,
তাই দুনিয়ায় না হয় পরীক্ষাটাই দিও।
ফলাফল পাবে হাশরের ময়দানে
চল না, ছুটে চলি সেই মহাসফলতার পানে।
প্রিয় বন্ধু আমার,
ভালোবাসি তোমাকে।
তাই তো তোমার জন্য চিন্তা হয় আমার,
তোমার অধঃপতনে কষ্ট হয় আমার।
প্রিয় বন্ধু আমার,
ভালোবাসি তোমাকে,
তাই তো জান্নাতে থাকতে চাই তোমার সাথে,
বন্ধু হয়ে এমনটা প্রত্যাশা করায়,
আমার কি কোন ভুল আছে?
তোমাকে বুঝিয়ে লাভ নেই যে আর!
ক্ষণস্থায়ী দুনিয়ার মিছে মোহে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তুমি,
দু’আই কেবলমাত্র পথ আমার।
০ Comments