সংসার অকাম্য
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,023 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

সংসার অকাম্য

জীবন অকাম্য, দাঙ্গা-ফ্যাঁসাদে, বিরক্তিকর বাংলা সিরিয়ালের মত জং ধরা একই ঘটনার পুনরাবৃত্তি বারবার।

সাতটা-পাঁচটা অফিসের শেষে যদি বিছানায় দিলে একটু হেলান,

তবুও রক্ষা নেই কারণে অকারণে গিন্নির মৌখিক অত্যাচার।

বাসার নিমগাছের পাতার মত তিক্ত, অরুচির এই ঘর-সংসার।

মধ্যবিত্তের জীবনের এক্সিট ওই এক মন্টুর চায়ের দোকান।

 

ওখানেই যত বন্ধুমহল, যত আড্ডা, বেসুরো কথাকলি।

যত আলোচনা, টকশো, প্রচার আর আজগুবি গল্পকাহিনী গুলি।

চল্লিশোর্ধ পুরুষ থেকে ষাটের বৃদ্ধ রোজ।

সংসারত্যাগী সন্নাসীর মতো স্বস্তির করে খোঁজ।

দেরি করে একটু ফিরলে বাড়ি, তবুও হাজার  অভিযোগ।

 

মাস শেষে মাইনে পাও না পাও বাড়িওয়ালার তাগাদা।

হলুদ মার্সিডিজ আর আলিশান ফ্ল্যাটের শখে ছেলেটা স্বপ্ন থেকে আলাদা।

প্রতিদিন এসে যেয়ে তলা ক্ষয়ে যাওয়া স্যান্ডেল বদলানো হয় নি,

লোকটা তবু পকেট হাতড়ায়, মাস তো  এখনও ফুরোয় নি।

নিত্যদিন বাসে ঝুলে ফার্মগেট থেকে শাহবাগে,

স্বপ্নপূরণের রেসের ঘোড়া কে পৌঁছুবে আগে?

আমি দেখি কতগুলি যন্ত্রমানব ছুটে চলেছে যন্ত্রের ভিড়ে,

এত যে বল মানুষ, মানুষ। মানুষ কি বাঁচে এই শহরে?

— Roni Datta

 

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৩ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    সংসারের এই সমীকরণ বড়ই জটিল সমীকরণ। এর মাঝে জড়িয়ে মানুষ ক্লান্ত হয়ে যায়, তবুও খুঁজে বেড়ায় সমীকরণের সমাধান। কারণ এ সমাধান যে তাকে খুঁজতেই হবে।
    খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। উপলব্ধি ফুটে উঠেছে। শুভ কামনা রইল।

    Reply
    • roni datta

      ধন্যবাদ, মহোদয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে সমীকরণের সমাধান খোঁজার নামই জীবন। চক্রীয় এই সমীকরণে মানুষ অমানুষ সবাই আবদ্ধ। আমরা সবাই ছুটে চলেছি, কিন্তু গন্তব্যটাই অজানা।

      Reply
  2. Halima tus sadia

    জীবন বড় বৈচিত্রময়।উথান পতন থাকবেই।
    সংসার জীবনে তিক্ততা থাকবেই।অরুচি চলে আসে।তবুও জীবন নামের সাথে যুদ্ধ করে যেতে হয়।
    স্বপ্ন পূর্ণের অপেক্ষায় থাকি।সেই স্বপ্নের পিছনে ছুটে বেড়াই।শত যন্ত্রের ভিড়ে।

    অনেক সুন্দর কবিতা।পড়ে ভালো লাগলো।
    চমৎকার লেখনী।
    শব্দগুচ্ছও ভালো ছিলো।
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *