আবিদা সুলতানা উমামা
সময় যায়,
চশমার ফ্রেমও বদলায়।
বদলায় না কেবল দৃষ্টিভঙ্গি।
দিন আসে দিন চলে যায়,
কতজন বদলে যায়
বদলায় না কেবল প্রশ্নভঙ্গি
ঘুরে ফিরে সে একই প্রশ্ন,
“এত পড়ে যোগাবে কি অন্ন?”
কে বোঝাবে হায়!
বিদ্যা নয় কেবল অন্ন যোগানোর জন্য।
কে বোঝাবে হায়!
জ্ঞান করে আলোকিত।
মেয়ে বলে হবে বঞ্চিতা,
সে কি মানা যায়?
তবু কতজন লড়ে যায়,
বাঁচার মত করে বাঁচার প্রবল ইচ্ছায়।
আর দিনশেষে কেউ হেরে যায়,
জীবন যুদ্ধের অবসান ঘটায়।
সুন্দর থিম ছিল।
কত অধিকার থেকেই আমরা পিছিয়ে পড়ি, তার হিসাব নেই।
বঞ্চিত হয়ে যায় হাজার চাওয়া থেকে।
শুভ কামনা রইল।
দারুণ একটা কবিতা। মেয়ে বলে আমাদের পদে পদেই সবকিছু থেকে বঞ্চিত হতে হয়, শিক্ষার আলোয় আলোকিত হওয়া কি শুধুই ছেলেদের জন্য প্রযোজ্য? মেয়েরা কি শিক্ষিত হবে না? এই শিক্ষা শুধু দু’মুঠো খাবারের জন্য নয়, মানুষের মত মানুষ হয়ে সমাজে বাঁচতে শিখায় আমাদের। আর যারা এই যুদ্ধে লড়ে যেতে পারে তারাই বিজয়ী হয়। আর কেউ কেউ নিজেই হার মেনে যায়।তবে কোনভাবেই হার মানা উচিৎ না।
অসাধারণ একটি কবিতা। পড়ে ভালো লাগলো।ছন্দমিলও সুন্দর। বানানে কোন ভুল পেলাম না।
হেরে না গিয়ে সংগ্রাম করে যাওয়াটাই আসল ব্যাপার।
চাপা আর্তনাদ লুকিয়ে ছিল আপনার লেখনশৈলীতে। ভালো লাগলো।
শুভ কামনা রইলো।
অসাধারণ একটি কবিতা।পড়ে ভালো লাগলো।
শব্দচয়নও ভালো ছিলো।বেশ গুছিয়ে লিখেছেন।
মেয়েদের জীবনে চলার পথে বাঁধা আসবেই।সেই বাঁধাকে উপেক্ষা করে রুখে দাঁড়াতে হবে।লড়াই করে বাঁচতে হবে।
নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে।
নির্ভুল একটি কবিতা।
শুভ কামনা রইলো।
মুগ্ধকর শব্দচয়ন, লেখনভঙ্গিমা।
বেশ ভালো লাগলো।
বিষয় নির্বাচনেও আপনি প্রশংসার দাবি রাখেন।
শুভকামনা!
????