এই গরমে
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,523 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

জাকারিয়া আল হোসাইন

গাছের পাতা তাও নড়ে না
লোডশেডিং তো পিছ ছাড়ে না
ক্যামনে বাঁচি ভাই,
ঠাণ্ডা পানি তাও মেলে না
নীল আকাশে মেঘ ওড়ে না
বলো কোথায় যাই।

পাখিগুলো তাও ওড়ে না
কিচিরমিচির হাঁক ছাড়ে না
এই গরমে ভাই,
শরীর বেয়ে ঘাম থামে না
কি যে করি বুঝ আসে না
নিরব হয়ে যাই।

মনের শক্তি কাজ করে না
হাত পাখাটা তাও ঘোরে না
ক্লান্ত শরীর তাই,
গরমে হায় প্রাণ বাঁচে না
খাবার খেতে মন বসে না
তৃপ্তি নাইরে নাই।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. আরাফাত তন্ময়

    মাঝে মাঝে খুব ছন্দ পতন হয়েছে। এমন লিখতে হলে প্রচুরক অনুশীলনের ব্যতিক্রম কিছু নেই। ক্যামনে-কেমনে।
    শুভ কামনা রইলো

    Reply
  2. আখলাকুর রহমান

    সাবলীল ভাষায় বর্ণনা করেছেন।
    গরমে সব কাজ করা মুশকিল হয়ে উঠেছে।
    ক্যামনে বাঁচি ভাই, – কেমনে (বাক্যের শেষে “?” হবে)

    কবিতা ভালো হয়েছে। আশা করি পরবর্তীতে আরো ভালো হবে।
    শুভেচ্ছা রইলো একগুচ্ছ।

    Reply
  3. Tasfiya Sharmin

    গরম যখন লাগে মনে হয় বিদেশ থেকে কুরিয়া করে আসছে গরম????????শীতেই মজা।সত্যিই প্যারা

    Reply
  4. আফরোজা আক্তার ইতি

    ঠিক কবিতা নয়, তবে সহজ সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি ছড়া। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে এমনই অবস্থা হয়, প্রকৃতিও যেন ক্লান্ত হয়ে যায়। সবকিছুই অসহ্য লাগে।
    সুন্দর লিখেছেন। উপস্থাপন সুন্দর। পড়তে ভালো লেগেছে।
    আরো উন্নতি কামনা করি।

    Reply
  5. Halima tus sadia

    একদম সহজ সাবলীল ভাষায় লেখা
    গরমকে নিয়ে একটি কবিতা।
    গরমে যখন ঘেমে যাই তখন অসহ্য লাগে।
    আরও ভালো লিখবেন।এগিয়ে যান।
    শুভ কামনা রইলো।

    Reply
  6. মাহফুজা সালওয়া

    অত্যন্ত সুন্দরকরে সহজ, সাবলীল ভাষায় এই ছড়াটি উপস্থাপন করার জন্য প্রথমেই কবিকে শুভেচ্ছা জানাই।
    বিশেষকরে ছোটরা এই কবিতায় ভীষণ মজা পাবে!
    আওয়ার ক্যানভাস গ্রুপে, শিশুতোষ বইয়ের জন্য ছড়া আহ্বান করা হয়েছে, আপনি চাইলে সেখানে ছড়া জমা দিতে পারেন।
    শুভকামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *