ভালোবাসাহীন এই পৃথিবী
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৮
লেখকঃ augustmault0163

 1,828 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

________শাহাদাত আবিন
ভালোবাসা কোথায় থাকে,?
ভালোবাসা কোথায় রয়?
তুমি কি বলতে পারো
কোথায় তার শুরু আর
কোথায় গিয়ে হয় ক্ষয়?
তুমি কি বলতে পারো
ভালোবাসা কোথায় থাকে ?
এই যে ইট দালান বাড়ি ,
দেহ আত্না সারি সারি,
এখানে কি ভালোবাসা থাকে
নাকি মিথ্যা হাসি আর মৃত আত্মা
দেহগুলো ইটের ভাঁজে ফাঁকে ।
তুমি কি বলতে পারো
ভালোবাসা কোথায় থাকে ?
এই যে শূন্য বৃক্ষ তলায়
দুটি মুখের হাসির মিছিল
পেঁয়াজ ঝাঁঝের পান্তা ভাতে
মাখামাখি সুখের শিশির ।
এখানে কি ভালোবাসা থাকে ?
তুমি কি বলতে পারো
ভালোবাসা কোথায় থাকে?
এই যে জীর্ণ শীর্ণ দেহ
নুইয়ে পড়া গাছের মতন ।
দুটি দেহে চারটে হাত
এই যে ধুলো কাঁদার কায়া
যেখানে পাখিরাও ফেলেনা ছায়া
তবে কি এখানে ভালোবাসা থাকে ?
ভালোবাসা তাহলে কোথায় থাকে
তুমি কি জানো তার খোঁজ ,?
আমি যে খুঁজছি তাকে রোজ
এই পৃথিবী বরফ পাথর
কেমন যেনো মায়াহীন ,
খুঁজে পেলে বলিও আমায়
দেখবো কোথায় ভালোবাসা হয়
ভালোবাসা হীন এই পৃথিবী
করতে চাই যে ভালোবাসাময়।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৬ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    অসাধারণ একটি কবিতা। ভালোবাসা কোথায় থাকে তা খুঁজে বের করা যতটা মুশকিল,ঠিক ততোটাই সহজ। আমরা আশেপাশে একটু ভালো করে তাকালেই দেখবো ভালোবাসার অজস্র উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতিতে। সন্তানের মুখে তুলে খাইয়ে দেয়ায় মায়ের ভালোবাসা, স্ত্রীর কাজে সাহায্য করায় স্বামীর ভালোবাসা, দু’টি পাখির গানের সুরে ভালোবাসা। এই পৃথিবীকে ভালোবাসায় রাঙিয়ে তোলাই আমাদের কাম্য।
    সুন্দর করে গুছিয়ে সাজিয়েছেন। ছন্দমিল এবং শব্দচয়ন আরেকটু ভালো হলে আরো সুন্দর হত। বানানে খুব বেশি ভুল নেই।
    আত্না- আত্মা।

    Reply
    • শাহাদাত আবিন

      ধন্যবাদ আপু,, ভালোবাসা নিবেন, দোয়া করবেন

      Reply
  2. আখলাকুর রহমান

    ভালোবাসা কোথায় থাকে,? – কমা (,) ব্যবহার না করা উচিৎ ছিলো।

    দুটি – দু’টি

    কাঁদার – কাদা (কাঁদা অর্থ কান্না)

    ভালোবাসা হীন – ভালোবাসাহীন (স্পেস হবে না)

    ভালোবাসা থাকে মনের গভীনে।
    যাকে ধরা-ছোঁয়া যায় না।
    শুধু অনুভব করতে হয়।

    কবিতা অনেক ভালো লিখেছেন।
    শুভ কামনা রইল।

    Reply
  3. Tasfiya Sharmin

    ভালবাসার নেই কোনো রঙ, নেই কোনো গন্ধ,নেই কোনো আকার।তবুও মানুষ ভালবাসার জন্য করে হাহাকার।অনেক ভালো লাগছে। ধন্যবাদ

    Reply
  4. Shahadat Abin

    ধন্যবাদ আপু

    Reply
  5. Halima tus sadia

    চমৎকার লেখনী।
    পড়ে ভালো লাগলো।
    ভালোবাসা কোথায় থাকে?
    এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা, অর্থ নেই।
    নিঃস্বার্থভাবে কাজ করতে গেলে ভালোবাসার অভাব হয় না।পথশিশুকে ৫ টাকার বাদাম কিনে খাওয়াইলেও ভালোবাসা পাওয়া যায়।তবে আমরা সেখানে ভালোবাসা খুঁজতে যাই না।আমরা কৃত্রিম ভালোবাসা খুঁজি।ক্ষণিকের সুখের জন্য।
    ভালোবাসা খুঁজে বেড়িয়ে একদিন ক্লান্ত হয়ে যাই।
    শুভ কামনা রইলো।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *