#লেখাঃ নওমিতা_সুপ্তি
এক সময় স্বপ্ন বুনেছিলাম,
একদিন আসবে আমার রাজকুমার ঘোড়ায় চড়ে!
আর বলবে এসেছি তো আমি দেখো-
যার অপেক্ষায় ছিলে বসে!
আমি টা লাজুক চোখে দেখবো তোমায়।
তুমি হাত বাড়িয়ে বলবে, “ভাবছো কি শুনি উঠে এসো ঘোড়ায়?”
হাতে হাত রেখে আমি বসবো তোমার পিছে।
বলব, “কথা দাও কভু স্বপ্ন দেখাবে নাতো আমায় মিছে?”
তুমি হেসে বলবে, “আরে পাগলী কি সব ভাবছো?”
“আমি শুধু তোমারই থাকব চিরতরে-
যাবো নাতো কখনো তোমাকে ছেড়ে!!”
স্বপ্ন আমার সত্যি হলো সময়টাও ঘনিয়ে এলো।
বধু সাজলাম লাল বেনারসি পড়ে।
বিয়ে বাড়িতে সবাই দেখছে আমায় এক নজরে!
শুনতে পেলাম খানিকবাদে বর এসেছে বর এসেছে।
চারপাশটা ঢোলের আওয়াজে মেতে উঠেছে।
খাওয়া-দাওয়া ছবি তোলা হয়ে গেল এক নিমিষে।
ঘনিয়ে এলো বিদায়ের পালা।।
পরিবার ছেড়ে যেতে হবে আমায় একলা।
নতুন বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম!!
বরণডালা সাজিয়ে ঘরে তুললো আমায়।
নিজের ঘরে পা রাখলাম শুরু হলো নতুন জীবন।
বর আমাকে ভালবাসার চাদরে করে নিলো আপন।
হঠাৎ মাথা ঘুরে যাই পড়ে,
জানতে পারলাম মা হবো আমি সেই খুশিতে মন গেল সবার ভরে!
কিন্তু একদিন দুজনের মধ্যে ঝগড়া লাগল,
একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে,এক নিমিষে হারিয়ে গেলাম হাজার তারার ভীড়ে!!
নির্বাক_পাখি
হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। আবারো, তোমার অস্ত্রের মধ্য দিয়ে, রক্তে রঞ্জিত করে দাও, এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো, তোমার অস্ত্র। যেভাবে, কবি নজরুল ধরেছিল, ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে, কবি সুকান্ত চেয়েছিল, ...
ভীষণ সুন্দর একটা রোমান্টিক গল্প। পড়তে ভালোই লাগছিল। শুরু থেকেই কবিতায় ভালো লাগা ছিল। মেয়েটির স্বপ্নের রাজপুত্রের সাথে তারর বিয়ে হয়, তার গর্ভে এল রাজপুত্র।
শেষের দিকে তাদের ঝগড়া লাগিয়ে এমন ট্রাজেডি এনে দিলেন কেন? একটা আঘাতে তার সব স্বপ্নই ভেঙে গেল। তার রাজপুত্রের পৃথিবীর আলো দেখা হল না আর সেও হয়ে গেল দূর আকাশের তারা।
ভালো ছিল কবিতাটা। গদ্যকবিতা, তারপরেও ছন্দের অভাব ঘটেছে। বানানে তেমন কোন ভুল নেই।
নাতো- না’তো।
ঠিক নিজের কল্পনা টাই যেন।।কবিতা আর গল্প পড়তে ভালোবাসি আর সেটা যদি মনের কল্পনার সাথে মিশে যায় তাহলেতো কথায় নেয়।একটা রাজকুমারের সপ্ন দেখা আর একটা রাজপুত্র বা রাজকন্যার আসার অপেক্ষা????????এতটকুই মনের মতো কিন্তু শেষ টা যেন মনকে বিষণ্ণ করে দিলো।।কেন তাকে তারা হতে হলো??সুন্দর সুখের একটা সংসার তো হতে পারতো????????
জীবনটা হয়তো এমনি।।
ভীষণ ভালো লেগেছে।।মন ছুঁয়ে গেছে????????
শুভ কামনা রইল পরবর্তীর জন্য????????
বেনারসি পড়ে – পরে
সুন্দর লিখেছেন। রোমান্টিক মেজাজে আবৃত্তি করার চেষ্টা করছিলাম। (যদিও কবিতাটি মেয়েদের আবৃত্তিতে শোভনীয়)
তবে শেষাংসে এসে হঠাৎ থমকে গেলাম।
পরবর্তীতে আরও ভালো লেখা পাওয়ার প্রত্যাশায় রইলাম।
শুভ কামনা।
যাহ,, শেষে এসে আমিও পরে গেলাম।গদ্য কবিতা।স্বপ্ন আসা রাজকুমার আর জীবন গুছানো। সব মিলিয়ে অনেক সুন্দর হইছে।
অসাধারণ কবিতা।
সত্যিই পড়ে ভালো লাগলো।
চমৎকার লেখনী।ছন্দের ধারাবাহিকতায় কিছুটা
গরমিল আছে।
স্বপ্নতো সব মেয়েদেরেই থাকে রাজপুত্র এসে নিয়ে যাবে।
রাজপুত্র নিয়ে যাওয়ার পরে বেশ ভালো চলছে।বরণ করে সবাই নিলো।তারপর হঠাৎ জীবনটা এলোমেলো হয়ে গেল।
খারাপ লাগল কিছুটা।
বানানেও তেমন ভুল নেই।
শুভ কামনা রইলো।
কবিতাটা ভালো ছিলো।
আবৃত্তি করার জন্য যথার্থ৷।
এমন রোমান্টিক কবিতার শেষে ট্রাজেডি না আনলেও পারতেন!
সবই কবি’র ইচ্ছা!
চালিয়ে যান লেখালেখি, আরও পক্বতার প্রয়োজন আছে ।।
শুভকামনা।। ????