পাপের হিসাব
প্রকাশিত: অগাস্ট ২০, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,334 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163

নাহিদ ইসলাম রনি

প্রতিনিয়ত করছি মন্দ কাজ কত!
জেনে, না জেনে, করছি পাপ শত শত।
ছোট ছোট পাপগুলো অবহেলা করি,
এভাবে পাপের পাল্লা হচ্ছে সদা ভারী।
কোনকিছু বুঝেও, না বুঝা ভান করি,
বিপদে পড়ার ভয়ে সোজা পথ ধরি।
মন্দ কাজে মোরা নাহি হয়ে অন্তরায়,
বিপরীতে মন্দ কাজে নিজেকে জড়াই।
কিন্তু একদা যখন মোরা যাবো মরে,
যখন শায়িত হব, আঁধার কবরে।
এত পাপের হিসাব, প্রভু যদি চায়,
কি হবে তখন হায়, মোদের উপায়!
প্রতিনিয়ত করেছি, মোরা যত ভুল,
কি করে দেব তখন ভুলের মাশুল!

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৯ Comments

  1. আফরোজা আক্তার ইতি

    বাহ! ভীষণ সুন্দর একটা কবিতা। ছন্দের মিল দারুণ। পড়তে বেশ ভালো লাগছিল। আসলেই আমরা যে কত ভুল করি তার কোন হিসেব নেই। ছোট ছোট অপরাধ করতে করতে আমরা পাপের পাহাড় বানাচ্ছি। পাপের বোঝা বাড়াচ্ছি। যখন মৃত্যুর পর কবরে শায়িত হব তখন আমাদের পাপ-পূণ্যের হিসাব নিকাশ হলে পাপের হিসাবগুলো কি করে দিব? কবিতাটি ভাবিয়ে তোলার মত।
    বানানে তেমন কোন ভুল নেই।
    না বুঝা করি ভান- না বুঝার* করি ভান।

    Reply
  2. Halima tus sadia

    প্রতিনিয়তই খারাপ কাজ করতেছি, মিথ্যা কথা বলি।
    জেনেও পাপ করতেছি না জেনেও পাপ করতেছি।
    ছোট ছোট পাপকে অবহেলা করি।এ ছোট পাপগুলোই অনেক বড় হয়ে যায়।
    পাপের পাল্লা ভারি হয়ে যায়।
    যখন অন্ধকার কবরে শায়িত করা হবে তখন পাপ পূণ্যের হিসাব নেওয়া হবে।
    পাপের পাল্লা ভারি হলে কিছু করার থাকবে না।
    তখন ভুলের মাশুলও দেওয়া যাবে না।এতোদিনের মন্দ কাজের ফলাফল এই পাপের ভরা পাল্লা।
    আমরা সময় থাকতে বুঝি না।পরে বুঝেও লাভ নেই।
    তাইতো বেঁচে থাকতে দুনিয়ায় আগে থেকেই পরকালের চিন্তা করতে হবে।
    সবকিছু বুঝেও না বুঝার ভান করি।
    ভালো লাগলো কবিতাটি।
    সুন্দর লিখেছেন।কবিতার ভাবার্থ গভীর।উপলদ্ধি করতে পেরেছি।
    না বুঝা ভান করি–না বুঝার ভান করি।
    শুভ কামনা রইলো।

    Reply
  3. Mahbub Alom

    একজন প্রকৃত ইমানদার ব্যাক্তি হাশরের দিন এক আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জবাবদিহিতার ভয়ে সব সময় পাপ কাজ থেকে বিরত থাকে।
    তাই আমাদের জীবনের শত শত ভুল,পাপরাশি থেকে বিরত থাকার জন্য সবসময় হাশরের দিনটির কথা স্মরণ করতে হবে।

    কবিতাটা খুব ভালো হয়েছে।ছন্দের মিলবন্ধনে আরো কিছুটা ফুটে উঠেছে।

    ধন্যবাদ

    Reply
  4. Nahid Islam Rony

    ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। তবে আপনি লক্ষ্য করলে দেখবেন কবিতার প্রতি চরণ ১৪মাত্রায় লেখা হয়েছে এবং সনেটের অন্যান্য দিক ফুটিয়ে তোলা হয়েছে। মূলত আমি কবিতাটিকে সনেট হিসেবে লিখেছি। এখানে সম্ভবত ‘র’ টা না দিলেও সমস্যা নেই। ধন্যবাদ আবার। ^_^ ^_^

    Reply
  5. Nahid Islam Rony

    আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সাদিয়া আপু এবং মাহবুব ভাই।

    Reply
  6. Rahim Miah

    কবিতাটা পড়ে অনেক অনেক ভালো লেগেছে, ছন্দে অনেক মিল আছে বলতে হয়।

    Reply
  7. Rabbi Hasan

    খুব সুন্দর একটি কবিতা। খুব ভালো লেগেছে। শুভ কামনা

    Reply
  8. Sajjad alam

    দুটো ভুল,
    শত শত___ শতশত
    কি___ সবগুলো কি কী হবে
    .
    নামকরণটা যথাযথ।
    কনসেপ্টটা ভালো ছিলো। বাট কেন জানি অগোছালো মনে হলো। ঠিকমতো সাজিয়ে লিখতে পারলে সুন্দর হতে পারতো কবিতাটা।
    নিয়মিত চর্চা করুন, ভবিষ্যৎ এ ভালো কিছু হবে।
    .
    মোটামুটি ভালো।
    শুভ কামনা রইলো।

    Reply
  9. Nahid Islam Rony

    ভাইজান,” শত শত ” বানান “শত শত ” ই হবে। ভুল নয়। ধন্যবাদ আপনাকে।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *