শৈশবের দিনগুলি
প্রকাশিত: অগাস্ট ৬, ২০১৮
লেখকঃ augustmault0163

 3,294 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ augustmault0163
সাকি সোহাগ
ঘুম ভাঙ্গতো না
ভাঙ্গায় তো মায়,
বলিতো এত বেলা
ঘুমিয়ে কেউ নাই।
পড়তে মন বসতো না
বসাই তো মায়,
বলিতো না পড়িলে
জগতে দাম নাই।
স্কুলে যেতাম না
পাঠিয়ে দিতো মায়,
বলিতো স্কুলে কেবল
ভদ্র ছেলেরাই যায়।

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

৮ Comments

  1. Rabbi Hasan

    এটা মনে হয় ছড়া, এত ছোট কবিতা হয় না। বড় বড় কবিতা চাই

    Reply
  2. Anamika Rimjhim

    মায় – মা-ই
    বলিতো -বলত (যেহেতু চলিত ভাষায় লিখেছেন)
    লেখার উন্নতি কামনা করি।

    Reply
  3. Halima tus sadia

    ছোট বেলার কথা মনে পড়লো।
    সকাল বেলা আরবি পড়ার জন্য মা খুব ডাকতো।ঘুমিয়ে থাকলে বলতো কেউ ঘুমিয়ে নেই।তুই এখনো ঘুমাস।
    তারপর স্কুলে ও মাঝে মধ্যে যেতে চাইতাম না।
    মা জোর করে পাঠিয়ে দিতো।

    কবিতাটা ছোট হয়ে গিয়েছে।
    যেহেতু প্রতিযোগিতা চলছে আরও ভালো কবিতা আশা রাখি।
    শুভ কামনা।

    Reply
  4. আফরোজা আক্তার ইতি

    এটাকে কবিতা বলা যায় না, তবে ছড়া হিসেবে দারুণ। এগুলো আমাদের বাল্যকালের স্মৃতি মনে করিয়ে দেয়। সকালে ঘুম থেকে ওঠা দারুণ কষ্টের ব্যাপার ছিল। মনে হত সকাল হয়ই নি, আরেকটু ঘুমাই। কিন্তু আম্মু ঠিকই ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাত। লেখায় আরো যত্নশীল হবেন।
    ভাঙ্গাত- ভাঙাত।
    মায়- মা-ই।
    বলিতো- বলত।
    বসাই তো- বসা তো।
    পড়িলে- পড়লে।
    কবিতায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষিত হয়েছে। পরবর্তীতে লক্ষ্য রাখবেন। শুভ কামনা।

    Reply
  5. Zinifa Efat

    অসাধারণ…. শুভকামনা

    Reply
  6. Rahim Miah

    এটাকে তো কবিতা বলা যায় না। তবে ছড়া বললে ভালো হয়। আর চলিত আর আঞ্চলিক ভাষা মিশ্রণ করার কারণে পড়ে তেমন তৃপ্তি পেলাম না। যাইহোক ভুল ধরে দিয়েছে তাই আর বলছি না।

    Reply
  7. Mahbub Alom

    খুব একটা মনে ধরেনি।কবিতাটা আরেকটু বড় হওয়া উচিৎ ছিলো।আশা করি পরেরবার আরো উন্নত মানের লেখা পাব।তবুও ভালো লেগেছে।

    মা একজন সন্তানের জীবনে কিরকম ভূমিকা পালন করে তা এতোটুকু বাক্যে শেষ করা যাবেনা।
    এক কথায় বলতে গেলে সন্তানের জীবন গঠনে মূখ্য ভূমিকা পালন করে মা।
    মা কিভাবে প্রতিনিয়ত ভালোবাসা,স্নেহে আমাদের আগলে রাখে তা অন্য কেউ করতে পারবে না।

    Reply
  8. Sajjad alam

    কয়েকটি ভুল,
    বলিতো___ বলতো/বলত
    এত বেলা___ এতবেলা
    বসাই তো___ বসাতো।
    .
    নামকরণটা যথার্থ।
    কনসেপ্টটা ভালো ছিলো। বাট শুরুতেই শেষ হয়ে গেল যেন।
    .
    মায়ের কথা মনে পড়ে গেল। মা তো একটা অমূল্য সম্পদ। যার মা নেই সেই বুঝে মা না থাকার যন্ত্রনা। সব মা’ই ভালো থাকুক।
    .
    ভালোই শুরু করেছিলেন। বাট শুরুতেই শেষ।
    শুভ কামনা।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *