হাফেজ আহমেদ রাশেদ
আজো রক্তের গন্ধ পাই ভোর বিহানের মৃদু সু-ভাস থেকে-
শান্ত শীতল বিকেলের বিমোহিত দখিনা স্নিগ্ধ মাধুরী হাওয়ায়।
কোথা থেকে আসে,সেই গন্ধ আবার কোথায় চলে যায়!
কত অমাবস্যা পূর্ণিমারাত কাটে আমার সেই পাহারায়…
সে যেন বাবার সামনে নব কিশোরীর ধর্ষণের কালো রক্তজল!
না কি বোনের সম্ভ্রম বাঁচাতে জীবন বলি দেওয়া ভায়ের নয়নে ঝরা রক্তজল…
একান্ত আমাকে ভাবায়।
নাকি নষ্ট মায়ের আড়ষ্টে জন্মানো সেই নবজাতকের নর্দমায় বিগলিত রক্তের দূর্গন্ধ,
ভাবতেই গভীর নিশিতে গা শিহরে উঠে ভাবনা গুলো কাদায়।
সে কি রাজপথের অনল দূষণে আবালবৃদ্ধবনিতার দগ্ধ লাশের গন্ধ,
নাকি পরিবহন ত্রাসে ক্ষণিকেই হয়ে যাওয়া ক্ষত-বিক্ষত দেহ হতে বয়ে আসা সে রক্তের গন্ধ,
জানার আগ্রহে আছি আজো অপেক্ষায়…
বার বার আমি সুগন্ধি মেখে, পাইনা রেহাই সে গন্ধ হতে,
নাকি আর পাবোনা মুক্তি কখনো রক্তস্নাত থেকে
এভাবে ভেসে যাবে কি বাংলা অনন্ত কাল রক্ত বন্যায়
নাকি রক্ত বন্যা উপহার পেলাম স্বাধীনতায়।।।।
০ Comments