লেখা: সামিহা হোসেন শৈলী
মা! মা!! মা!!!
বলে চিৎকার করলেই কি
মাকে ভালোবাসা যায়?
মায়ের সম্মানও যে রক্ষা করতে হয়,
‘মা’ রত্নটিকে অন্তরে লালন করতে হয়,
উজার করে ভালোবাসার অর্থ জানতে হয়,
হোক না সে নিজ মাতা কিংবা দেশমাতা।
মাতৃভাষা! মাতৃভাষা!! মাতৃভাষা!!!
বলে চিৎকার করলেই কি
আপন ভাষাটাকে আপন করে পাওয়া যায়?
ভাষার মর্যাদাও যে রক্ষা করতে হয়,
অবলুন্ঠন শক্ত হাতে দমন করতে হয়,
ভাষার বিনাশ রোধ করতে হয়,
হোক না সে মুখের ভাষা কিংবা মনের ভাষা।
দেশ! দেশ!! দেশ!!!
বলে চিৎকার করলেই কি
একটা দেশ পাওয়া যায়?
শত্রুর হাত থেকে তাকে রক্ষা করতে হয়,
অধিকারের পাশাপাশি কর্তব্যের সংজ্ঞাও জানতে হয়,
দেশের প্রতিটি মানুষকে এক একটা ‘আমি’ ভাবতে হয়,
হোক না সে আপন কিংবা পর।
স্বাধীনতা! স্বাধীনতা!! স্বাধীনতা!!!
বলে চিৎকার করলেই কি
স্বাধীন হওয়া যায়?
স্বাধীনতার প্রতিটি অক্ষরের মর্ম বুঝতে হয়,
শতসহস্র আবেগের বিসর্জন দিতে হয়,
হৃদপিন্ডে স্বাধীনতার সূর্যকে ধারণ করতে হয়,
হোক না সে রক্তাক্ত প্রান্তর কিংবা বিরান মরুভূমি।
*হৃদপিন্ড-> হৃদপিণ্ড।
মাশাআল্লাহ্! অনেক সুন্দরভাবে নিজের ভাষায় কবিতাটি উপস্থাপনা করলেন। বেশ ভালো লিখেছেন আপু। আপনার থেকে আরো কবিতা আশা করছি পরবর্তীতে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো।