কবিতাঃশতাব্দীর দাবী
কবিঃএম কে শাহীন
কিচ্ছু চাই না আমি
দু-বেলা জঠর জ্বালা মিটে গেলে।
আমার কী এসে যাবে
তোমাদের ক্ষমতা পেলে কি’বা হারালে?
কংক্রিটের কঠিন শানে ভীষণ অরুচি ধরেছে
আজ,
শীতের তীক্ষ্ণতা, গ্রীষ্মের উত্তাপ কিংবা
বর্ষার প্রবল বর্ষণ;
কিছুই এ জরাজীর্ণ দেহ মেনে নিচ্ছে না আর।
তোমাদের সুউচ্চ অট্টালিকা আমার চাই না,
চাই না বিলাসবহুল ফ্ল্যাট।
শুধু ক্ষুদ্র এক কোণে নড়বড়ে বাঁশের চাউনিতে
দিন কেটে গেলেই বেশ!
আমি তো চাইনা তোমাদের এত এত দামী শিক্ষার সনদ,
কোনো দরকার নেই বাঁহাতের টাকা-কড়ি;
আমি নাহয় মূর্খই থেকে গেলাম!
সকাল-সাঁঝে ঘাম ঝরছে ঝরুক ক্ষতি নেই কোন,
কেবলমাত্র ন্যায্য পাওনাটা চাই।
চাই শুধু রক্তে গড়া মনুষ্যত্বের দাবী টুকু!
কিচ্ছু চাই না আমি
দু-বেলা জঠর জ্বালা মিটে গেলে।
আমার কী এসে যাবে
তোমাদের ক্ষমতা পেলে কি’বা হারালে?
*দাবী টুকু! -> দাবীটুকু।
মাশাআল্লাহ্! অসাধারণ ছিল কবিতাটি। বেশ ভালো লিখেছেন প্রিয় কবি। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।