লেখা:
টি এ অনন্যা
স্বাধীনতা তুমি, বাঙালির ভাগ্যাকাশে
উদিত রক্তিম আভাময় রবি।
স্বাধীনতা তুমি, বিশ্ব মানচিত্রে,
সবুজ শ্যামলিমায় আঁকা ছবি।
স্বাধীনতা তুমি, সাতচল্লিশের ভারত বিভক্তি,
পাকবাহিনীর মুঠোবন্দি বাঙালির প্রাণ।
স্বাধীনতা তুমি, আটচল্লিশ এর অহংকার
“রাষ্ট্রভাষা বাংলা চাই” মুখরিত শ্লোগান।
স্বাধীনতা তুমি, বায়ান্ন’র ভাষা অান্দোলন,
বাঙালির উন্মেষিত চেতনা।
স্বাধীনতা তুমি, চুয়ান্ন’র যুক্তফ্রন্ট নির্বাচন,
পরাধীনতার শৃঙ্খল মুক্তির অনুপ্রেরণা।
স্বাধীনতা তুমি, বাষট্টি’র ছাত্রসমাজের দাবি,
“ভেঙে ফেলো আইয়ুবের প্রস্তাবিত শাসন।”
স্বাধীনতা তুমি, পয়ষট্টি’র অসাম্প্রদায়িক-
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন।
স্বাধীনতা তুমি, পূর্ব বাংলার মুক্তিসনদ,
ছেষট্টি এর ছয় দফা দাবি।
স্বাধীনতা তুমি, বাঙালির জেগে ওঠা,
বিস্ময় ভরা নয়নে দেখবে পৃথিবী।
স্বাধীনতা তুমি, ঊনসত্তর এর গণঅভ্যুত্থান,
ঐতিহাসিক আগরতলা মামলা।
স্বাধীনতা তুমি, সত্তর এর নির্বাচন,
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জয়ী পূর্ব বাংলা।
স্বাধীনতা তুমি, একাত্তরের ৭ ই মার্চ,
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ।
স্বাধীনতা তুমি, পাক বাহিনীর বিরুদ্ধে
গড়ে তোলা দূর্বার অান্দোলন।
স্বাধীনতা তুমি, ২৫ শে মার্চ এর
কালরাত্রী ‘অপারেশন সার্চলাইট।
স্বাধীনতা তুমি, জেগে ওঠা বাঙালি,
মুক্তির জন্য করতে পারে ফ্রিডম ফাইট।
স্বাধীনতা তুমি নয় মাসের রক্তময়ী যুদ্ধ,
কিনেছি তোমায় লক্ষ ভাইয়ের রক্ত দিয়ে।
স্বাধীনতা তুমি, এসেছো বাংলায়,
আমার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে।
স্বাধীনতা তুমি, শত মায়ের অশ্রুবিন্দু,
ভাই হারা সহস্র বোনের অার্তনাদ।
স্বাধীনতা তুমি, বিশ্ব মানচিত্রে মুক্ত বাংলা,
পরাধীন বাঙালির মুক্তির স্বাদ।
মাশাআল্লাহ্! এ যেন পুরো ইতিহাসকে একটি কবিতার মধ্যেই দেখতে পারছিলাম। অনেক সুন্দর এবং সাবলীল ভাবে নিজের অন্তর থেকে লিখেছেন তা কবিতাটি পড়লেই বুঝা যায়। আপনার থেকে আরো অজস্র কবিতা আশা করি বারংবার। প্রতিযোগিতার জন্য রইল অনেক শুভকামনা। আশা করি ভালো কিছুই হবে।