“আমার হৃদয়েশ্বরী”
–আলমগীর হোসেন
হঠাৎ পরিচয়, কিন্তু আজ
জলন্ত শিশিরবিন্দু হতে সুর্যডোবা গোধূলি পর্যন্ত
আমি তোমায় খুঁজে ফিরি ।
আমি লালন করি তোমার অস্তিত্বকে
অনুষ্ণ, উষ্ণ প্রতিদিন পুরোটা রজনীতে ।
কোকিলীয় আবেগী কন্ঠে যখন ভেসে আসে
তোমার ভালবাসার অনুনয় —
আমি না, থাকি না তখন এ ব্রহ্মাণ্ডে
ভেসে বেড়ায় মুক্তমনার মত তোমার ভুবনে ।
কি এমন মোহিনীশক্তিতে আবদ্ধ করেছো শুনি !!!
আমার যে সবকিছু এখন শুধুই তুমি ।
ওগো – প্রণয়িনী
কি আছে তোমার ওই যাদুমাখা ঠোঁটে…!!!!
আমার যে ইচ্ছে করে সারাক্ষণ আলতো ছোয়ায় স্পর্শ করতে ।
দিব মালিকানা তোমায়, আমার এই মর্মদেশের
যতন করে রেখো তুমি, তোমার মত করে ।
নিরন্তর সময়ে তোমায় নিয়ে লালন করা ভালবাসায়
আমি যে খুঁজে পায় সুখের ঠিকানা ।
রাখব তোমায় আমার চিত্তের সেই মনিকোঠায়
যেখানে তুমি, আমি হব একাকার
শক্তি নিয়ে আমাদের ভালবাসার ।
একবারও ভেবেছো কী ?
সেদিন ছিলে অপরিচিতা—
আজ তুমি আমার হৃদয়ের হৃদয়েশ্বরী ।
০ Comments