আমার হৃদয়েশ্বরী
প্রকাশিত: জুলাই ১৮, ২০২০
লেখকঃ alamJust

 2,003 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ alamJust

“আমার হৃদয়েশ্বরী”

–আলমগীর হোসেন

 

হঠাৎ পরিচয়, কিন্তু আজ

জলন্ত শিশিরবিন্দু হতে সুর্যডোবা গোধূলি পর্যন্ত

আমি তোমায় খুঁজে ফিরি ।

আমি লালন করি তোমার অস্তিত্বকে

অনুষ্ণ, উষ্ণ প্রতিদিন পুরোটা রজনীতে ।

 

কোকিলীয় আবেগী কন্ঠে যখন ভেসে আসে

তোমার ভালবাসার অনুনয় —

আমি না, থাকি না তখন এ ব্রহ্মাণ্ডে

ভেসে বেড়ায় মুক্তমনার মত তোমার ভুবনে ।

কি এমন মোহিনীশক্তিতে আবদ্ধ করেছো শুনি !!!

আমার যে সবকিছু এখন শুধুই তুমি ।

 

ওগো – প্রণয়িনী

কি আছে তোমার ওই যাদুমাখা ঠোঁটে…!!!!

আমার যে ইচ্ছে করে সারাক্ষণ আলতো ছোয়ায় স্পর্শ করতে ।

দিব মালিকানা তোমায়, আমার এই মর্মদেশের

যতন করে রেখো তুমি, তোমার মত করে ।

 

নিরন্তর সময়ে তোমায় নিয়ে লালন করা ভালবাসায়

আমি যে খুঁজে পায় সুখের ঠিকানা ।

রাখব তোমায় আমার চিত্তের সেই মনিকোঠায়

যেখানে তুমি, আমি হব একাকার

শক্তি নিয়ে আমাদের ভালবাসার ।

 

একবারও ভেবেছো কী ?

সেদিন ছিলে অপরিচিতা—

আজ তুমি আমার হৃদয়ের হৃদয়েশ্বরী ।

 

আবৃত্তি/Recitation

সম্পর্কিত পোস্ট

নির্বাক_পাখি

নির্বাক_পাখি

হে কবি,      শক্ত করে ধরো,       তোমার অস্ত্র। আবারো,      তোমার অস্ত্রের মধ্য দিয়ে,      রক্তে রঞ্জিত করে দাও,      এই শুভ্র ময়দান। হে কবি,     শক্ত করে ধরো,     তোমার অস্ত্র। যেভাবে,     কবি নজরুল ধরেছিল,      ইংরেজদের বিরুদ্ধে। যেভাবে,    কবি সুকান্ত চেয়েছিল,  ...

তুলসী বনের বাঘ

তুলসী বনের বাঘ --আল-মুনতাসির। চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! ছদ্মবেশে ছড়িয়ে দিলো বিষম বিষের নাগ। ইচ্ছে করে কামড় খেলে, ভরলে হৃদয় বিষের নীলে কী করে আর দেখবে প্রিয় কৃষ্ণচুড়ার বাগ ? চিনলে নাকো তাকে সে যে তুলসী বনের বাঘ ! চোখে তোমার বিষের তেজে পর্দা এলো নেমে, জগত...

ভালোবাসা রং বদলায়

: ভালোবাসা রং বদলায় লেখা: অদ্রিতা জান্নাত ছোট মেয়েটা খুব করে কেঁদে কেঁদে অনুরোধ করেছিল আমি যেন একটি হলেও তার কাছ থেকে ফুল কিনে নেই, ঠিক যতবার আমি তাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিলাম সে যেন ঠিক ততটাই আমার পিছু ছুটতে লাগল। আচ্ছা, এই যে শিশুটা যে কিছু টাকার বিনিময়ে আমাকে...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *